প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের মুখেই ফের নিম্নচাপ। আর তাতেই বঙ্গবাসীর কপালে চিন্তার ভাঁজ। এখনও জাঁকিয়ে শীত পড়েনি, তার আগেই এমন ঘূর্ণিঝড়ের আশঙ্কা বার বার মনে প্রশ্ন তুলছে যে নিম্নচাপের ঠেলায় এবার শীত বাঁধার মুখে পড়বে না তো? কিন্তু আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ এর সৃষ্টি হয়েছিল, সেটি আজ অর্থাৎ সোমবারের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর তামিলনাড়ু-শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাবে। আর সেই সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকালের কয়েকটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কেরল, মাহে এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের একাংশে ভারী বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে এর কোনো প্রভাব পড়বে না।
আজকের আবহাওয়া
আজ, সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ কলকাতার কয়েকটি এলাকা হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে ঢেকেছে। তবে বেলা বাড়তেই কুয়াশার প্রভাব কাটিয়ে আসতে আসতে রোদের দেখা মিলছে। সর্বনিম্ন আবহাওয়ার বেশ হেরফের হচ্ছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতার আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। বৃষ্টি হবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ সোমবার, উত্তরবঙ্গের দুটি জেলায় একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি ছ’টি জেলায় অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। সেখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনো অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত এমনই শুষ্ক ও শীতল আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। তবে বেলা বাড়তেই রোদের দেখা মিলবে। কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক ও শীতল থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে কোথাও ঘন কুয়াশা পড়বে না বলে জানানো হয়েছে। এবং শুষ্ক আবহাওয়া থাকবে।