প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরের শেষ সপ্তাহেই বাংলায় শীতের আমেজ যেন ভরপুর। তবে এখনই জাঁকিয়ে শীত না পড়লেও শীত পড়তে খুব একটা দেরি নেই। কারণ হাওয়া অফিস জানিয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এবার জাঁকিয়ে শীত পড়বে। এদিকে তার আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের কাঁটা। যা ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কেমন থাকবে আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে কলকাতার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন কয়েক তিলোত্তমার তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। মোটের উপর মনোরম আবহাওয়া থাকবে কলকাতায়। বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হবে। তবে দুটি জেলায় অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনও অংশে বৃষ্টি হবে না। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারও এমন আবহাওয়া বিরাজ করবে। ওই চারদিনই দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের প্রতিটি এলাকা শুষ্ক এবং শীতল থাকবে। কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার তাপমাত্রা অনেকটাই কমবে। সঙ্গে থাকবে হালকা কুয়াশার দাপট। অন্যদিকে উত্তরবঙ্গে প্রতিটি জেলায় তাপমাত্রার মান অনেকটাই কমবে। সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট।