প্রীতি পোদ্দার, কলকাতা: সময় যত এগোচ্ছে ততই যেন ঘূর্ণাবর্তের মান পরিবর্তন হচ্ছে। গত সোমবার গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যা ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে প্রবল সাইক্লোনের আকার নিয়েছে গতকাল দুপুরেই। যার ফলে তামিলনাড়ু, পুদুচেরি সহ একাধিক জায়গায় এই ঝড়ের প্রভাব পড়বে। ইতিমধ্যে এই সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনের প্রভাব বাংলায় সরাসরি প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বঙ্গে বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস।
আজকের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই। শহরে শীতের আমেজ রয়েছে ভরপুর। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির ঘরে। তবে আজ কিছুটা বেড়েছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। মনোরম আবহাওয়া থাকবে কলকাতায়। শহরের আকাশ পরিষ্কার থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ অর্থাৎ বৃহস্পতিবার সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই এর মধ্যে। এদিকে আগামী দু’দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের মত দক্ষিণবঙ্গেও আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। উল্টে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করায় তাপমাত্রা কিছুটা বাড়বে। ঠান্ডা আমেজ কিছুটা কমবে। তবে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই এর মধ্যে। বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে।