প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে ঝেঁপে ঠান্ডা না পড়লেও শীতের হালকা আমেজ পেয়েই বেশ খুশি বাঙালি। সোয়েটার বা হালকা জ্যাকেট চাপিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন অনেকেই। তবে সেই সুখেও এবার ভাঁটা পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। অন্য দিকে, পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এই দুইয়ের কারণে রাজ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এবং এর অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূল এর দিকে। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যে ঢুকতে পারে জলীয় বাষ্প। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃদ্ধি পাবে তাপমাত্রা।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যাবে। তবে বেলা বাড়তেই কাটবে কুয়াশার প্রভাব এবং রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং ন্যূনতম ৪০ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। পাশাপাশি এই জেলাগুলিতে রয়েছে কুয়াশার সম্ভাবনাও। কুয়াশার জন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার, দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে আগামীকাল অর্থাৎ সোমবার, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে ঘন কুয়াশার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দৃশ্যমানতা খুব কম থাকবে।