প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতের হালকা মেজাজ উপভোগ করলেও জাঁকিয়ে ধিত পড়ার অপেক্ষায় ছিল গোটা রাজ্য। তবে সেই আশা এবার বিফলে যায়নি। কারণ দ্বিতীয় সপ্তাহ পড়তে না পড়তেই প্রথম ঝটকাতেই শীতের মারকুটে ইনিংস শুরু ৷ পারদ নেমে স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে ৷ এই পতন আপাতত থিতু হবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ শুক্রবার, সপ্তাহের শেষ কর্মদিবসে আকাশ মেঘমুক্ত এবং পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়ার দাপটে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে পারদ আরও নামতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ৷ আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজকের দিনটি মরসুমের শীতলতম দিন হিসেবে চিহ্নিত হতে চলেছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯৬ শতাংশ ও সর্বনিম্ন ৪০ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া আগামী বুধবার পর্যন্ত শুষ্ক থাকবে। তবে সকালের দিকে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানসহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। শীতের অনুভূতি আরও বাড়বে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, উত্তর এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে সকালের দিকে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে উত্তরবঙ্গের মতো কোথাও সতর্কতা জারি করা হয়নি। আগামীকাল এবং রবিবার শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায়।