প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্বাভাসটা বেশ কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। এবার সেটাই সত্যি হল। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল থেকে একাধিক জেলায় হালকা বৃষ্টি শুরু হয়। আজও সকাল থেকেই আকাশের মুখ ভার হতে শুরু করেছে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আজকের আবহাওয়া
আজ ভোর রাত থেকেই ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গতকাল থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। আকাশ আংশিক কালো মেঘে ঢাকা রয়েছে। আশা করা যাচ্ছে গোটা দিন জুড়ে এমনই আবহাওয়া থাকবে সারাদিন। মাঝেমধ্যে কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রির আশপাশে।
উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙ জেলার উঁচু অংশে একটি বা দুটি জায়গায় বৃষ্টিপাত বা তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে বাকি ছ’টি জেলায় অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। ওই জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণঙ্গের আটটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেই আটটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা। একমাত্র শুষ্ক থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে। বৃষ্টির জন্য সম্ভাবনা নেই আগামীকাল থেকে। টানা বৃহস্পতিবার পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।