১২ দিন খড়গপুর ডিভিশনে বাতিল পুরী স্পেশাল সহ একাধিক ট্রেন, তালিকা দিল দক্ষিণপূর্ব রেল

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন যাত্রীরা! আগামী সপ্তাহেই পুরীগামী একাধিক ট্রেন বাতিল হতে চলেছে। এই প্রসঙ্গে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, ট্রেন বাতিল সম্পর্কে দুপুরে খড়গপুর ডিভিশনের তরফে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে। আর তা দেখেই মাথায় হাত যাত্রীদের। কী কারণে ট্রেন বাতিল করল রেল? সবটাই জেনে নিন বিস্তারিত।

কী কারণে ট্রেন বাতিল?

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেই দক্ষিণপূর্ব রেলের খড়গপুর ডিভিশনের খড়গপুর-বালেশ্বর লাইনে উন্নয়নমূলক কাজ চলবে। আর সেই কারণেই আগামী ১০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত, এই খড়গপুর ডিভিশন লাইনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হবে। বাতিলের লিস্টে যেমন এক্সপ্রেস ট্রেন রয়েছে, ঠিক তেমনই রয়েছে প্যাসেঞ্জার ট্রেনও। তাই পুরী সফরের আগে দেখে নিন কোন কোন ট্রেন বাতিলের মুখে রয়েছে।

প্রেস বিবৃতি প্রকাশ রেলের!

দক্ষিণপূর্ব রেলের তরফে সম্প্রতি একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে আগামী ১০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু প্যাসেঞ্জার (68051/68052) বাতিল করা হয়েছে। অন্য দিকে তালিকায় থাকা 02837 সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে আগামী ১১ জুলাই ও ১৮ জুলাই।

কোন কোন ট্রেন বাতিল?

পাশাপাশি 02838 পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন আগামী ১২ জুলাই ও ১৯ জুলাই বাতিল করা হয়েছে। একই ভাবে, 02839 শালিমার-পুরী স্পেশাল ট্রেন ১৩ জুলাই ও ২০ জুলাই এবং 02840 পুরী-শালিমার স্পেশাল ট্রেন ১৪ জুলাই ও ২১ জুলাই বাতিল করা হয়েছে। এছাড়াও রেলের প্রেস বিবৃতি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ ও ২০ জুলাই বাতিল থাকবে 18037 খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস।

অন্যদিকে আগামী ২০ ও ২১ জুলাই 18038 জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। আবার একটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। সেক্ষেত্রে কয়েকজন যাত্রীর কাছে সুবিধাজনক হলেও অনেকের কাছে এটি আবার অসুবিধাজনক হয়ে পড়েছে।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশেই হল কাজ, অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের পোর্টালে উধাও OBC-A, B

রেল সূত্রে জানা গিয়েছে আগামী ১০ থেকে ২২ জুলাই অবধি খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু প্যাসেঞ্জার (68049/68050)-এর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই ১৩ দিন ট্রেনটি খড়্গপুরের পরিবর্তে বালেশ্বর থেকে ছাড়বে এবং ভদ্রক থেকে ছেড়ে এসে আবার খড়্গপুরের পরিবর্তে বালেশ্বরেই থামবে।

Leave a Comment