সহেলি মিত্র, কলকাতাঃ স্কুলের গণ্ডি পেরোলেই তরুণদের দেওয়া হবে ৪০০০ থেকে ৬০০০ টাকা। ভোটের মুখে কার্যত এমনই ঘোষণা করে সকলকে চমকে দিল রাজ্য সরকার। যে কোনও মুহূর্তে রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে যেতে পারে। এর আগে, বিরোধীদের পক্ষ থেকে জনপ্রিয় প্রতিশ্রুতির ঝড় উঠলেও, রাজ্য সরকার ক্রমাগত নতুন নতুন প্রকল্প ঘোষণা করছে। সম্প্রতি, বিহারে সরকারি পেনশন প্রকল্পের আওতায় অর্থ ১১০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে নীতিশ সরকার আরও অনেক ঘোষণা করেছে।
যুবকদের মাসে ৬০০০ টাকা দেওয়ার ঘোষণা সরকারের
তরুণদের জন্য একটি বিশেষ ইন্টার্নশিপ প্রকল্পও ঘোষণা করা হয়েছে। এই ইন্টার্নশিপ প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ বা সিএম প্রমোশন অফ রেডিনেস, অ্যাওয়ারনেস অ্যান্ড টেকনিক্যাল ইনসাইটস ফর গাইডিং ইয়ুথ অ্যাডভান্সমেন্ট। ২০২৫-২৬ সালের প্রথম বছরে এই প্রকল্পের জন্য মোট ৪০ কোটি ৬৯ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয় করা হবে। এর পর, ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ পর্যন্ত প্রতি বছর ১২৯ কোটি টাকা ব্যয় করা হবে। মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনার আওতায়, কমপক্ষে দ্বাদশ শ্রেণী পাস করা শিক্ষার্থীরাও ইন্টার্নশিপের সুযোগ পাবে। বিহার সরকারের মতে, এই বছর ৫০০০ যুবককে এই প্রকল্পের সাথে যুক্ত করা হবে।
আরও পড়ুনঃ প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলায় কড়া বার্তা হাইকোর্টের
আগামী ৫ বছরে, এক লক্ষ যুবককে এই ইন্টার্নশিপ প্রকল্পের সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনার আওতায়, যুবকরা তিনটি ভিন্ন বিভাগে ৪০০০, ৫০০০ এবং ৬০০০ টাকা পাবে। এবার আসা যাক যোগ্যতা সম্পর্কে। এই প্রকল্পের জন্য, যুবকদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নিতে হবে। এখান থেকে প্রশিক্ষণের পর, আপনি ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারেন। আপনি যদি দ্বাদশ পাস হন, তাহলে আপনি প্রতি মাসে ৪০০০ টাকা উপবৃত্তি পাবেন। আপনার যদি ডিপ্লোমা থাকে অথবা আপনি আইটিআই থেকে কোর্স করে থাকেন, তাহলে আপনি প্রতি মাসে ৫০০০ টাকা পেতে পারেন। আপনি যদি স্নাতক বা স্নাতকোত্তর হন, তাহলে আপনি প্রতি মাসে ৬০০০ টাকা পাবেন। এই প্রকল্পটি বিহারের যুবকদের জন্য কার্যকর প্রমাণিত হতে পারে।
দেওয়া হবে ৩০০০ টাকা পেনশন
শুধু তাই নয়, বিহারের শিল্পীদের প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন দেওয়ার জন্য ‘মুখ্যমন্ত্রী শিল্পী পেনশন প্রকল্প’ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি, বিলুপ্তপ্রায় লোকশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ‘গুরু শিষ্য পরম্পরা যোজনা’ ঘোষণা করা হয়েছে।