সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে। জট কাটতে চলেছে ভাবাদিঘি নিয়ে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে, সেইদিন হয়তো বেশি আর দূরে নয় যখন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর থেকে তারকেশ্বর খুব সহজেই যাওয়া যাবে। এর কারণ ভাবাদিঘিতে শুরু হল কাজ। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
অবশেষে জট কাটল ভাবাদিঘির!
তারকেশ্বর-বিষ্ণুপুর রেল লাইন প্রকল্পে রেলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এই ভাবাদিঘি জমি জট। বেশ কিছু জায়গায় কাজ শেষ হলেও এই ভাবাদিঘি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল। ভাবাদিঘির সাধারণ মানুষের সঙ্গে রেল আধিকারিকদের দফায় দফায় বৈঠকও হয়। কিন্তু লাভের লাভ কিছুই হয় না বলে খবর। তবে অবশেষে সামনে এল সুখবর। যুক্ত হবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কামারপুকুর ও গোঘাট লাইন। কারণ শুরু হয়েছে ভাবাদিঘির ওপর থেমে থাকা কাজ।
এই কাজ শুরু হওয়ার ফলে গোঘাট থেকে কামারপুকুর রেলপথ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, শুরু হয়েছে ভাবাদিঘির পাড়ে মাটি টেস্টিং এর কাজ। রেলব্রিজ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে এই কাজের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি Indiahood.in.
আরও পড়ুনঃ পাকিস্তানে ব্যবসা বন্ধ করল Microsoft
কবে ছুটবে তারকেশ্বর-বিষ্ণুপুর অবধি ট্রেন?
এর আগে ভাবাদিঘির মানুষ বারবার দাবি জানিয়ে আসছিলেন যে দিঘি বাঁচিয়ে রেলপথ তৈরি করতে। যাইহোক, সম্প্রতি কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যে ভাবাদিঘি যতটা সম্ভব বাঁচিয়ে রেল প্রকল্প তিন মাসের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার। এমনকি সুপ্রিম কোর্টও ভাবাদিঘি যতটা সম্ভব রক্ষা করা যায় কি না তা দেখার পরামর্শ দিয়েছিল রেলকে। রেলের যুক্তি, এই রেল প্রকল্প থমকে রয়েছে গোঘাটের ভাবাদিঘির বাসিন্দাদের একাংশের আপত্তিতে। এই বিষয়ে রেলের তরফে বারবার উন্নয়নমূলক প্রচার চালানো হলে খালি হাতেই ফিরতে হয়েছে। তবে এবার এই সমস্যা মিটেছে বলে দাবি করা হচ্ছে। এখন দেখার কবে এই রুটে ট্রেন পরিষেবা শুরু হয় সেদিকে।