বাংলাদেশে ঘুরছে খেলা, এবার ইউনূসকে ওপেন চ্যালেঞ্জ নাহিদের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে নানা মহলে ধাক্কা খেতে হচ্ছে ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে। সম্প্রতি নির্বাচন নিয়ে শান্তিতে নোবেলজয়ীর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন অনেকেই। এবার সেই তালিকায় নাম উঠে এলো ইউনূসের একসময়ের উপদেষ্টা নাহিদ ইসলামের।

জানা যাচ্ছে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তথ্য উপদেষ্টার পদ ছেড়ে জাতীয় নাগরিক পার্টির প্রধান আহ্বায়ক হওয়া নাহিদই এবার জাতীয় নির্বাচন নিয়ে মুখ খুললেন। বৃহস্পতিবার বাংলাদেশের ছাত্রনেতা জানান, সংস্কার ছাড়া কোনও ভাবেই তাদের দল জাতীয় নাগরিক পার্টি, নির্বাচনে অংশ নেবে না। এরপরই নাহিদ বলেন, এমন নির্বাচন কখনই জনগণের স্বার্থে হতে পারে না! আর এরপরই কিছুটা হলেও ধাক্কা খেয়েছে ইউনূসের নির্বাচন সংক্রান্ত পরিকল্পনা!

নির্বাচনের আগে নাহিদের বক্তব্য

বৃহস্পতিবার বাংলাদেশের লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির প্রধান আহ্বায়ক বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে হলে মৌলিক সংস্কারের প্রয়োজন, তাই সেই কাজ আগে সম্পূর্ণ করতে হবে। তাছাড়াও জুলাই সনদ আদায় করতে হবে এ মাসেই। এদিন নাহিদ আরও বলেন, নির্বাচন আয়োজনের আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তাঁর নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলায় বিচার নিশ্চিত করতে হবে।

এদিন বাংলাদেশের জুলাই পদযাত্রার পথসভা থেকে জাতীয় নাগরিক পার্টির প্রধানের সংযোজন ছিল, দেশে ক্রমাগত হিংসার ঘটনা বেড়ে চলেছে! যারা সহিংস রাজনীতিতে যুক্ত ছিলেন, মূলত সন্ত্রাসবাদি হিসেবে পরিচিত সেই সব ব্যক্তিকে এখনও গ্রেফতার করা হয়নি।

বদলে তাদের পুনর্বাসন দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এই মুহূর্তে নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে চলেছি। তাই সবার আগে সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে সংস্কার, বিচার ও নতুন গণতান্ত্রিক সংবিধানের মধ্যে দিয়ে। বলা বাহুল্য, পদযাত্রায় নাহিদের কন্ঠে এমন বক্তব্য শুনে সহমত জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির অন্যান্যরাও।

অবশ্যই পড়ুন: পাকিস্তানে ব্যবসা বন্ধ করল Microsoft

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় নির্বাচন আয়োজনের আগেই ব্যাপক সমস্যার মুখে পড়েছেন ইউনূস। একদিক থেকে বিরোধীদের চাপ, অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মতো বিরোধীদল সহ বহু নাগরিকের তরফে প্রশ্ন আসছে, কেন এতদিন ধরে বাটপার, তোলাবাজ, সন্ত্রাসবাদি হিসেবে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না? কেনই বা দোষী হিসেবে চিহ্নিতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন?

Leave a Comment