KYC করতে গিয়েই ব্যাঙ্ক থেকে উধাও ১০.৮ লক্ষ টাকা! আপনিও এই ভুল করছেন না তো?

সৌভিক মুখার্জী, কলকাতা: “আপনার কেওয়াইসি আপডেট নেই, আপনার ক্রেডিট কার্ড ব্লক হয়ে যাবে। এখনই কেওয়াইসি আপডেট করে ফেলুন।” এরকমই এক ফোন কল সর্বনাশ (Banking Scam) করে দিল দিল্লির এক সাধারণ গ্রাহককে। হ্যাঁ, সে ভুল করে নিজের ব্যাঙ্কিং তথ্য প্রতারকের হাতে দিয়ে ফেলে। আর ফলাফল? মাত্র তিন দিনেই উড়ে গেল 10.8 লক্ষ টাকা।

ব্যাঙ্কের নামে ফোন আসা কাল হল তার

বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, 49 বছরের দিল্লির পালাম এলাকার বাসিন্দা কে সি বার্থওয়াল গত 13 এপ্রিল দিল্লির সাউথ ওয়েস্ট সাইবার থানায় অভিযোগ দাখিল করেছিল। তিনি জানান যে, 5 এপ্রিল তাঁর কাছে একটি ফোন আসে, যিনি নিজেকে ব্যাঙ্কের মুম্বাই সদর দপ্তরের কর্মী বলে পরিচয় দেন। প্রতারক জানান, তার ক্রেডিট কার্ড থেকে 588.82 টাকা কেটে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এরকম প্রতারণা ঠেকাতে অবিলম্বে KYC আপডেট করতে হবে।

পাশাপাশি ফোনের সঙ্গে একটি লিঙ্কও পাঠানো হয়, যা দেখতে এক্কেবারে অবিকল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মতোই ছিল। আর সেখানেই ঘটে যায় বিপদ। হ্যাঁ, বার্থওয়াল বিশ্বাস করে ওই লিঙ্কে নিজের কার্ড নম্বর, সিভিভি, এক্সপায়ারি ডেট এবং ওটিপি দিয়ে বসেন। আর সেখান থেকেই এত বড় সর্বনাশ।

কীভাবে প্রতারণা করা হল?

জানা যাচ্ছে, পরবর্তী কয়েক দিনের মধ্যেই অর্থাৎ, 10 থেকে 12 এপ্রিলের মধ্যে ওই প্রতারক ফোন করে বিভিন্ন অজুহাতে আরও তথ্য জোগাড় করে। এরপর শুরু হয় অননুমোদিত লেনদেনের ঝড়। ধীরে ধীরে তার অ্যাকাউন্ট থেকে 10.8 লক্ষ টাকা উধাও হয়ে যায়।

আরও পড়ুনঃ এবছর কবে জন্মাষ্টমী? দেখুন তিথি, নক্ষত্র, দিনক্ষণ এবং পূজার সময় ও নিয়ম

বলে দিই, সাইবার ক্রাইমের সবথেকে কুখ্যাত জায়গাগুলির মধ্যে একটি হল ঝাড়খণ্ডের জামতারা, যেখানে বহু পুরনো চক্র গড়ে উঠেছে। সেই সূত্র ধরে দিল্লি পুলিশের সাইবার দল প্রযুক্তিগত নজরদারি চালিয়ে সেখানেই সন্ধান পেয়েছে অভিযুক্তদের। দুই দিনের ছদ্দবেশী নজরদারির পর পুলিশ অবশেষে মুজাফফর জিলানি ও আফতাব আনসারিকে গ্রেফতার করেছে। এমনকি পরে তাদের জিজ্ঞাসাবাদে ধরা পড়ে তৃতীয় অভিযুক্ত মোহাম্মদ ইকবাল রাজা।

তবে সবথেকে বড় ব্যাপার, পুলিশ অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোন, ছয়টি সিম কার্ড এবং একটি ডেবিট কার্ড উদ্ধার করেছে। আর এর পাশাপাশি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে আরও অভিযোগের সঙ্গে ওই তিনজন যুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

Leave a Comment