সহেলি মিত্র, কলকাতা: ভরা বর্ষার দাপট চলছে বাংলাজুড়ে। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। আজ শনিবার সকাল থেকেও একই পরিস্থিতি বাংলার। আজ গোটা দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানাচ্ছে, ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। তাহলে আর দেরি না করে জেনে নিন সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। এদিন দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন লাল সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং নদীয়া জেলায়।
ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক রবিবার অর্থাৎ ছুটির দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। ছুটির দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া বাদবাকি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা রয়েছে।