সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি কোনও বড় রিটেইল সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। কারণ এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফ থেকে প্রচুর শূন্যপদে ইন্টার্নশিপ ট্রেনিং-র (Reliance Retail Internship 2025) আয়োজন করা হয়েছে। যেখানে ফ্রেসার্সরাও আবেদন করতে পারবে। এমনকি প্রতি মাসে পাবে মোটা অংকের স্টাইপেন্ড।
তবে কোন পদে নিয়োগ করা হচ্ছে, কত ভ্যাকান্সি হয়েছে, যোগ্যতা কী লাগবে, কী কী দায়িত্ব পালন করতে হবে, কোথায় ট্রেনিং হবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, আর কীভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কেন করবেন এই ইন্টার্নশিপ?
দেখুন, রিলায়েন্স রিটেইল বর্তমানে 18 হাজারের বেশি স্টোর এবং 2 লক্ষ কর্মচারীর একটি বিশাল নেটওয়ার্ক। আর এই ইন্টার্নশিপে আপনি শুধুমাত্র জ্ঞান নয়, বরং বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলা করার দক্ষতাও শিখতে পারবেন। আপনাকে সরাসরি প্রজেক্টের সাপ্লাই চেইন অপটিমাইজেশন কাস্টমার ও ইনসাইট বিভাগে রাখা হবে। ফলে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয়ে ইউজি বা পিজি কোর্স করতে হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, কমার্স বা আইটি, সমস্ত ব্যাকগ্রাউন্ডই গ্রহণযোগ্য। এমনকি এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং কিছু বেসিক ডেটা টুল জানতে হবে এবং ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে?
এখনো পর্যন্ত প্রাথমিক রিপোর্ট মারফৎ যা খবর, এই ট্রেনিংয়ে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 18,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। তবে হ্যাঁ, যারা ভালো পারফর্ম করবেন, তাদের প্লেসমেন্টও করে দেওয়া হবে। এমনকি সিনিয়রদের কাছ থেকে গাইডেন্সের সুযোগ সুবিধা থাকছে এবং ভবিষ্যতে চাকরি ধরা বাঁধা।
নিয়োগ কীভাবে করা হবে?
এখানে কোনোরকম পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না বলেই জানানো হয়েছে। শুধুমাত্র রেজ্যুম স্ক্রিনিং করা হবে। তারপর যদি প্রয়োজন হয় একটি অনলাইন টেস্ট নেওয়া হতে পারে। তারপর সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও চাকরির আপডেটঃ মাধ্যমিক পাসে সরকারি চাকরি! ভারতীয় নৌবাহিনীতে হাজারের বেশি পদে নিয়োগ
আবেদন কীভাবে করবেন?
এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য careers.ril.com পোর্টালে যেতে হবে। তারপর “Internship” অথবা “Campus Drives” বিভাগে গিয়ে নিজের পছন্দ মতো ইন্টার্নশিপ খুঁজে নিতে হবে। তারপর নিজের রেজ্যুম আপলোড করতে হবে এবং প্রয়োজনীয় যাবতীয় তথ্য দিতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।