বিক্রম ব্যানার্জী, কলকাতা: আদরের ছেলেকে ফিরে পেয়েছে মোহনবাগান। দীর্ঘ বেশ কিছুদিন ধরেই জল্পনা বেড়েছিল, বাগান শিবিরে ফিরবেন পুরনো সদস্য কিয়ান নাসিরি। শোনা গিয়েছিল, চেন্নাইয়িন এফসিতে তেমন একটা সুযোগ পাচ্ছিলেন না, তাই ফের পুরনো ডেরাতেই ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন কিয়ান। শেষমেষ তেমনটাই হল।
চেন্নাইয়িন এফসিতে একটা বছর কাটিয়ে এবার সবুজ মেরুনে যোগ দিলেন জামশিদ নাসিরির পুত্র কিয়ান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুরনো সঙ্গীকে 3 বছরের জন্য সই করিয়ে নিল কলকাতা ময়দানের এই প্রধান। তবে পুরনো ডেরায় ফিরতেই যেন জ্বলে উঠেছেন কিয়ান। মোহনবাগানে এসেই হুঙ্কার দিয়ে বললেন, নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব।
নিজে থেকেই মোহনবাগানে ফিরেছেন কিয়ান
2022 মরসুমে কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করা ছেলেটার মুখ আজও ফুটবল প্রেমীদের চোখে উজ্জ্বল। আর সেই সাফল্যকে এগিয়ে রেখেই মোহনবাগানে ফিরতে চেয়েছিলেন কিয়ান নিজেই। জানা যায়, 2019 সালে আই লিগ জয়ী মোহনবাগান দলের সদস্য নিজেকে আরও মেলে ধরতে চেন্নাইয়িন এফসিতে যোগ দিয়েছিলেন।
তবে দুর্ভাগ্যের, দীর্ঘদিন ধরে ভিন রাজ্যের দলে নিয়মিত ছিলেন না তিনি। মূলত সেই সব আক্ষেপকে সামনে রেখেই ময়দানে বেশি করে খেলার সুযোগ পাওয়ার জন্য মোহনবাগানে ফিরতে একেবারে উঠে পড়ে লেগেছিলেন কিয়ান। শেষমেষ সেই চেষ্টাতেই এসেছে সাফল্য। আপাতত আগামী তিন বছরের জন্য মোহনবাগানের সাথেই থাকবেন গত সিজনে চেন্নাইয়িন এফসির হয়ে 15 ম্যাচে অংশ নেওয়া কিয়ান নাসিরি।
অবশ্যই পড়ুন: বুমরাহই শুধু পারেন না! ৬ উইকেট তুলে ৩২ বছরের ইতিহাস বদলে দিলেন সিরাজ
সবুজ মেরুনে যোগ দিয়েই হুঙ্কার ছাড়লেন কিয়ান
খোঁজ নিয়ে জানা গেল, ভিন রাজ্যের দল চেন্নাইয়িন এফসিতে যে পরিমাণ অর্থ পাচ্ছিলেন, মোহনবাগানে তার থেকেও কম টাকা পাবেন কিয়ান! এসব জানা সত্ত্বেও নাকি স্বইচ্ছায় পুরনো দলেই খেলতে চেয়েছেন ডার্বিতে হ্যাটট্রিক করা এই তরুণ। তবে হ্যাঁ, নিজের ইচ্ছেতে শান দিয়ে মোহনবাগানে আসার পর একেবারে উচ্চকণ্ঠে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন কিয়ান।
ফের সবুজ মেরুনে যোগ দেওয়া ফুটবলার বলেন, কলকাতায় ফিরে ভাল লাগছে। এই ক্লাব দিয়েই আমার প্রথম খেলা শুরু। তাই ক্লাবটার সাথে আমার আবেগ জড়িয়ে রয়েছে। সুযোগ পেলে আবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করব।