সৌভিক মুখার্জী, কলকাতা: OBC প্রার্থীদের (WB OBC Issue) নিয়ে এবার বিরাট ঘোষণা করে বসল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। হ্যাঁ, গতকাল একটি নয়া বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা 24 জুন প্রকাশিত ক্যাটাগরি সংক্রান্ত বিজ্ঞপ্তির নয়া সংযোজন বলেই দাবি করা হচ্ছে। সূত্রের খবর, এই নয়া নির্দেশিকা এসেছে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক আদেশের ভিত্তিতেই।
কী বলা হয়েছে কমিশনের তরফ থেকে?
OBC প্রার্থীদের জন্য কমিশন বলেছে, গত 26 জুন কলকাতা হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই এবার নতুন OBC ক্যাটাগরি সংযোজন করা হচ্ছে। আর সেখানে স্পষ্ট বলা হয়েছে যে, এখন থেকে WBCS অ্যাপ্লিকেশন পোর্টালে মূল OBC শ্রেণীর প্রার্থীরাও আবেদন করতে পারবে। কোনও কোটা রাখা হচ্ছে না।
মূল OBC বলতে কাদের বোঝানো হচ্ছে?
জানিয়ে রাখি, এই বিজ্ঞপ্তিতে OBC সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, মূল OBC বলতে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরা, যারা 2010 সালের আগে OBC ক্যাটাগরির আওতায় ছিল। তবে জানিয়ে রাখি, তাদের আবেদন এবং চূড়ান্ত নিয়োগ শুধুমাত্র সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে। তাই আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইট বার বার ফলো করার পরামর্শও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ এক লাফে ৩৪,৫৬০ টাকা! অষ্টম বেতন কমিশনে কতটা বাড়বে বেতন লেভেল ১ কর্মীদের?
প্রসঙ্গত কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে যে নতুন করে OBC তালিকা তৈরি করা হয়েছিল এবং সেই সংক্রান্ত যত বিজ্ঞপ্তি এতদিন প্রকাশিত হয়েছিল, সবকিছুই স্থগিত রাখা হবে। আর সেই সিদ্ধান্ত মেনেই পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারিত করা হয়েছিল। এমনকি নতুন তালিকায় 140টি জাতিকে অন্তর্ভুক্ত করা হয়। তার মধ্যে 76টি জাতিকে নতুনভাবে ঢোকানো হয় এবং আগের তালিকায় থাকা 66টি জাতির মধ্যে 64টিকে রাখা হয়।
এদিকে কলকাতা হাইকোর্টের 22 মে দেওয়া রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জানানো হয়েছে, OBC সংক্রান্ত কোনোরকম আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তা সুপ্রিম কোর্টের আওতায় নেওয়া হবে এবং সমস্ত স্পেশাল লিভ পিটিশন এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার ফলাফলের উপর নির্ভর করেই সিদ্ধান্তের পথে হাঁটা হবে। তাই আবেদনকারীদের বারবার সমস্ত শর্তাবলী বুঝে শুনে আবেদন করতেই বলা হয়েছে, যাতে কোনও প্রকার বিলম্ব না হয়।