এবার কী দরপতন? সোনা মজুত নিয়ে বড় সিদ্ধান্ত নিল RBI

সৌভিক মুখার্জী, কলকাতা: বিগত পাঁচ বছর ধরে গোটা বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে। আর এর জেরে সোনার দাম প্রায় 80% ঊর্ধ্বগতিতে ঠেকেছে। তবে এই মুহূর্তে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিরাট সিদ্ধান্তের পথে হাঁটল। হ্যাঁ, নতুন করে সোনার মজুদ (RBI Gold Reserve) আর বাড়াবে না আরবিআই। তাহলে কি সোনার দরপতনের পূর্বাভাস? কী বলছে কেন্দ্রীয় ব্যাঙ্ক? 

রিজার্ভ ব্যাঙ্কের মজুদে কতটা সোনা রয়েছে?

আরবিআই-র সর্বশেষ বুলেটিন মারফৎ জানা যাচ্ছে, 2025 সালের মার্চ-মে পর্যন্ত ভারতে মোট সোনার রিজার্ভ 880 মেট্রিক টনেই অপরিবর্তিত রয়েছে। এমনকি গত এক বছর ধরে নতুন কোনও সোনা কেনাই হয়নি। আর এরকম বিরতি শেষবার 2023 সালের অক্টোবর-ডিসেম্বর মাসে দেখা গিয়েছিল। তখন রিজার্ভে ছিল 804 মেট্রিক টন সোনা।

কেন নেওয়া হচ্ছে এই বিরতি?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, রিজার্ভ ব্যাঙ্ক এই মুহূর্তে সোনার দাম কমার অপেক্ষা করছে। দেশের বিভিন্ন শীর্ষ সংস্থাগুলি পূর্বাভাস দিয়েছে যে, সোনার দাম এখন 3445 মার্কিন ডলার প্রতি আউন্স থেকে কিছুটা কমে আসতে পারে। আর কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে—যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে দাম কমল সোনার, রুপো নিয়ে দুঃসংবাদ! আজকের রেট

বিশ্বজুড়ে বাড়ছে সোনার চাহিদা

সম্প্রতি এক  রিপোর্ট অনুযায়ী, 95% কেন্দ্রীয় ব্যাঙ্ক আগামী এক বছরে সোনার রিজার্ভ বাড়াবে। কারণ হিসেবে উঠে আসছে—সংকটের সময় সোনার চাহিদা আকাশছোঁয়া এবং দীর্ঘমেয়াদী সম্পদ হিসেবে সোনার নির্ভরযোগ্যতা। তবে এর মধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নিজেদের কিছুটা গুটিয়ে নিয়েছে। কারণ, তারা ভবিষ্যতে সেরা দামে সোনা কিনতে চাইছে, যাতে মুনাফা বেশি আসে।

রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, 2024 সালে যেখানে সোনার পরিমান বিদেশী সম্পদের 8.3% ছিল, সেখানে 2025 সালে এসে তা দাঁড়িয়েছে 12%। আর এই অগ্রগতির পিছনে রয়েছে সোনার উপর ভরসা। তবে এখন দেখায় রিজার্ভ ব্যাঙ্ক সোনার মজুদ বাড়ায় কিনা তা সময়েই বলা যাবে।

Leave a Comment