সৌভিক মুখার্জী, কলকাতা: ওবিসি সংরক্ষণ বিতর্কের মাঝে এবার EWS সার্টিফিকেট (EWS Certificate) নিয়ে রাজ্য সরকার জারি করে ফেলল নয়া নির্দেশিকা। লক্ষ্য একটাই—সাধারণ এবং আর্থিকভাবে দুর্বল মানুষ যেন খুব সহজেই এই সার্টিফিকেট পেতে পারে এবং সরকারি সুযোগ থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়।
কী বলছে এই নয়া নির্দেশিকা?
যারা জেনারেল ক্যাটাগরিতে পড়েন, কিন্তু আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য এই নির্দেশিকা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ, আগে যেখানে EWS সার্টিফিকেট পেতে দীর্ঘ জটিলতার মধ্য দিয়ে যেতে হত, এমনকি অনেক সময় পাওয়াও যেত না, সেখানে এবার আনা হয়েছে সহজ অনলাইন এবং অফলাইন আবেদনের ব্যবস্থা।
কারা এই EWS-র জন্য যোগ্য?
EWS ক্যাটাগরির আওতায় আসতে হলে অবশ্যই পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার নীচে হতে হবে এবং 5 একরের কম জমি থাকতে হবে। পাশাপাশি শহর বা গ্রামে থাকার জায়গা 1000 বর্গফুটের মধ্যে হতে হবে এবং প্রার্থীরা যেন SC, ST বা OBC সংরক্ষণের আওতায় না আসে।
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
যারা ডিজিটাল মাধ্যমকে প্রাধান্য দেন, তাদের জন্য রয়েছে বিরাট সুযোগ। কারণ পশ্চিমবঙ্গের EWS সার্টিফিকেটের জন্য এবার অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য castcertificatewb.gov.in/application_ews পোর্টালে গিয়ে নিজের সমস্ত যোগ্যতার মাপকাঠি এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন সেরে নেওয়া যাবে।
আরও পড়ুনঃ বদলে গেল ৬৪ বছরের পুরনো নিয়ম, OBC নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের
অফলাইনেও রয়েছে আবেদনের সুযোগ
যারা অনলাইনে খুব একটা সুবিধা বোধ করেন না, তাদের জন্য রয়েছে অফলাইনে আবেদনের বিকল্প। হ্যাঁ, এর জন্য নিজের ব্লক অফিস বা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে গিয়ে আবেদন করা যাবে। এমনকি অফিস থেকে আবেদনপত্র ও প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন। আর জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন চিঠি পৌঁছে দিয়েছে। আর সেই নির্দেশিকা স্পষ্ট বলা হয়েছে, আবেদন সহজীকরণ এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
প্রসঙ্গত, বর্তমানে UPSC থেকে শুরু করে SSC রাজ্য সরকারি চাকরি বা বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নিয়োগ প্রক্রিয়ায় EWS সংরক্ষণ সবথেকে বড় ফ্যাক্ট হয়ে উঠেছে। আর এই সার্টিফিকেট থাকলে 10% সংরক্ষণের সুবিধা পাওয়া যায়, যা চাকরির প্রতিযোগিতায় বিরাট ভূমিকা রাখে। ফলে EWS প্রার্থীদের জন্য এবার সত্যিই স্বস্তির খবর।