সহেলি মিত্র, কলকাতাঃ আবারও বাংলায় নিম্নচাপের ভ্রূকুটি। আর এর জেরে আজ সপ্তাহের শুরুতেই ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা জারি করা হল বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। নিম্নচাপের অভিমুখ ছত্তীসগঢ়, ঝাড়খণ্ডের দিকে। নিম্নচাপ সংলগ্ন ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। বাঁকুড়া, দিঘার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা চলে গিয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। যাইহোক, তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। জানা গিয়েছে, এদিন ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। বাকি জেলা যেমন বাঁকুড়া, উত্তর ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের কোনও জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। মঙ্গলবারও দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। যদিও নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকতে পারে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।