এই ৪ শর্তে ডুরান্ড কাপে খেলবে মোহনবাগান, কমিটির কাছে দাবি পেশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানের ডুরান্ড কাপে অংশগ্রহণ নিয়ে গঙ্গা দিয়ে জল বয়ে গিয়েছে অনেকটাই! সবুজ মেরুন কি ডুরান্ডে খেলবে না? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। যদিও বাগানের তরফে দীর্ঘ টালবাহানার পর শেষমেষ সবুজ সংকেত আসতেই ডুরান্ড কাপের সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে এরই মাঝে শোনা যাচ্ছে, ডুরান্ড কাপে খেলার আগে চারটি শর্ত বেঁধে দিয়েছে মোহনবাগান। কী সেগুলি? কোন শর্তে ডুরান্ডের ময়দানে নামবে লাল হলুদ প্রতিবেশী?

ডুরান্ড খেলতে চারটি শর্ত দিয়েছে মোহনবাগান

ডুরান্ড কাপে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে মোহনবাগানকে একটি চিঠি দিয়েছিল ডুরান্ড কমিটি। সেই চিঠির প্রত্যুত্তরে বাগানও আয়োজকদের একটি চিঠি পাঠায়। সূত্র বলছে, ওই চিঠিতেই নাকি ডুরান্ডে খেলার চারটি শর্ত রেখেছে সবুজ মেরুন। খোঁজ নিয়ে জানা গেল, সর্বভারতীয় ফুটবল সংস্থার সংবিধান সংশোধন নিয়ে সুপ্রিমকোর্ট যে রায় দেবে বর্তমানে সেই রায়ের অপেক্ষাতেই রয়েছে গোষ্ঠ পাল সরণির এই ক্লাব।

জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভিত্তি করে ভবিষ্যৎ পরিকল্পনা করতে চাইছে সবুজ মেরুন। কেননা, শেষ পর্যন্ত ফেডারেশনের সাথে FSDL-র চুক্তি যদি না হয় সেক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ উঠবে কাঠগড়ায়! তাই ফুটবলারদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে চাইছে না, মোহনবাগানও।

শুধু তাই নয়, ডুরান্ড কাপে খেলার জন্য প্রস্তুতির মাঠ নিয়ে তৈরি হয়েছে সমস্যা। কারণ, বছরের বেশিরভাগ সময়টাই মোহনবাগানের মাঠ থাকে সেনাদের দখলে। বর্তমানেও সেই কারণেই দলের ছেলেদের প্র্যাকটিস নিয়ে তৈরি হয়েছে সমস্যা। তাই বাগানের এখন চাহিদা একটাই, যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড তাদের জন্য তৈরি করে দিতে হবে।

যাতে ডুরান্ডের বাগান দল সেখানে অনুশীলন করতে পারে। যদিও ইতিমধ্যেই নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠ প্রস্তুত করা হয়েছে বাগান ফুটবলারদের প্র্যাকটিসের জন্য! তবে সূত্র বলছে, সেই ময়দানে চোট আঘাতের আশঙ্কা রয়েছে কলকাতার এই শতাব্দি প্রাচীন দলটির। এর পাশাপাশি বিগত বছরগুলিতে হওয়া জটিলতার কথা মাথায় রেখে এবার ম্যানেজমেন্টের অনুযায়ী টিকিট দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা চাইছে মোহনবাগান।

অবশ্যই পড়ুন: জয়ের পরও খুশি নন! তৃতীয় টেস্টের প্রথম একাদশে বড় বদলের ঘোষণা শুভমন গিলের

শোনা যাচ্ছে, ভোগান্তি কমাতে এবার টিকিটের পর্যাপ্ত ব্যবস্থা করতে বলা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে। শুধু কি তাই? শোনা যাচ্ছে, আসন্ন প্রতিযোগিতায় গ্রুপে কারা থাকছে সেটাও নাকি জানতে চাওয়া হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে। সব মিলিয়ে বলাই যায়, ডুরান্ড কাপে নামার আগে একাধিক শর্তে কমিটিকে বেঁধে ফেলল কলকাতা ময়দানের এই প্রধান।

Leave a Comment