সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, DSSSB-র তরফ থেকে এবার গ্রুপ বি ও গ্রুপ সি পদে বিরাট নিয়োগের (DSSSB Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জানা যাচ্ছে, 2 হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে, যার মধ্যে বিভিন্ন পদ থাকছে এবং শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন।
কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত থাকবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কাঠামো কী রয়েছে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ
দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের তরফ থেকে গ্রুপ সি ও গ্রুপ বি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা যাচ্ছে, এখানে মোট 2119টি শূন্যপদ থাকবে। তবে এর মধ্যে PGT শিক্ষক, ইন্সপেক্টর, টেকনিশিয়ান, ওয়ার্ডার ল্যাবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
জানা যাচ্ছে, এই পদগুলোতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই বা স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এখানে মূলত পদের উপর শিক্ষাগত যোগ্যতা নির্ভর করবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
বয়স সীমা কত দরকার?
যেমনটা জানানো হয়েছে, মালেরিয়া ইন্সপেক্টর, ফার্মাসিস্ট ও ওয়ার্ডার পদে আবেদন করার জন্য 18 থেকে 27 বছর বয়স লাগবে। আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদে আবেদন করার জন্য 18 থেকে 32 বছর বয়স লাগবে। তবে পিজিটি বা সিনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য সর্বোচ্চ 30 বছর বয়স দরকার।
বেতন কাঠামো
এখানে ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন কাঠামো ধার্য করা হয়েছে। যেমন মালেরিয়া ইন্সপেক্টর পদে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে। আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদে 29,000 টাকা থেকে 92,300 টাকা বেতন দেওয়া হবে। পিজিটি পদে 47,600 টাকা থেকে 1,51,100 টাকা বেতন দেওয়া হবে।
বাছাই প্রক্রিয়া
প্রার্থীদের এখানে পদের ধরন অনুযায়ী দু’রকম লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন কীভাবে করবেন?
চাকরিপ্রার্থীদের DSSSB-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।
আবেদন ফি
জানা যাচ্ছে, এই পদে আবেদন করার জন্য General/OBC প্রার্থীদের 100 টাকা আবেদন ফি দিতে হবে। তবে অন্যান্য প্রার্থীদের কোনোরকম ফি লাগবে না।
আরও পড়ুনঃ এবছর গনেশ চতুর্থী কবে? দেখুন তিথি-নক্ষত্র, দিনক্ষণ ও পূজা করার নিয়ম
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে 8 জুলাই থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী 7 আগস্ট পর্যন্ত। তাই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।