বিক্রম ব্যানার্জী, কলকাতা: রতন টাটা প্রয়াত হয়েছেন গত অক্টোবরেই। তাঁর অবর্তমানে টাটা গ্রুপের দায়িত্ব গিয়ে পড়েছে সৎ ভাই অর্থাৎ নোয়েল টাটার ওপর। তাঁর কাঁধে ভর করেই ছুটছে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি! জানা যাচ্ছে, টাটা সংস্থার দায়িত্ব হাতে পাওয়ার কিছু মাসের মধ্যেই বিরাট পদক্ষেপ নিলেন নোয়েল। সূত্রের খবর, টাটা কোম্পানির ভবিষ্যৎ নোয়েল টাটার এমন পদক্ষেপে এবার বদলে যেতে পারে গোটা টাটা গ্রুপের ভাগ্য!
বিরাট পদক্ষেপ নোয়েল টাটার
খোঁজ নিয়ে জানা গেল, টাটা গ্রুপের মালিকানাধীন সংস্থা ট্রেন্ট লিমিটেডকে এবার আরও বড় করার পরিকল্পনা নিচ্ছেন নোয়েল টাটা। সূত্রের খবর, ট্রেন্টের বিভিন্ন গ্রোসারি অর্থাৎ মুদি মাল সহ নানান আনাজ পত্রের সেকশনটিকে এবার আরও বৃহৎ আকারে সামনে আনতে চাইছেন টাটা সংস্থার ভবিষ্যৎ। বিশেষজ্ঞরা বলছেন, নোয়েলের এমন পদক্ষেপের পর টাটা গ্রুপের লভ্যাংশ অনেকটাই বেড়ে যাবে।
সম্প্রতি ট্রেন্ট লিমিটেডের বার্ষিক বৈঠকে কথা বলতে গিয়ে নোয়েল বলেছিলেন, জামা কাপড়ের বাজারের থেকেও বিরাট মার্কেট রয়েছে খাবারের ব্যবসায়ে। তাই আমরা সময়ের সঙ্গে সঙ্গে ফুড ও গ্রোসারি সেক্টরটিকে আরও বড় করার পরিকল্পনা নিচ্ছি।
অবশ্যই পড়ুন: বজরংবলীর কৃপায় ধন-সম্পত্তি উপচে পড়বে ৩ রাশির উপর! আজকের রাশিফল, ৮ জুলাই
উল্লেখ্য, এই মুহূর্তে টাটার মালিকানাধীন সংস্থা ট্রেন্ট লিমিটেডের বাজার মূল্য রয়েছে 2 লক্ষ 19 হাজার 918 কোটি টাকা। কাজেই বোঝাই যাচ্ছে এই সংস্থাটি টাটার কাছে কতটা গুরুত্বপূর্ণ। রিপোর্ট অনুযায়ী, টাটা গ্রুপের চতুর্থ মূল্যবান সংস্থা ট্রেন্ট। তাই এই বৃহৎ সংস্থাটির হাত ধরেই ফুড মার্কেটে নিজেদের দখল জমাতে চাইছে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আর সেই লক্ষ্যেই এবার সংস্থাকে পথ দেখাচ্ছেন নোয়েল। বলা বাহুল্য, ট্রেন্ট নিয়ে বড় পরিকল্পনার আগেই ছেলে নাভিল টাটাকে ট্রেন্ট লিমিটেডের বিজনেস হেড বানিয়ে দিয়েছেন নোয়েল।