প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বঞ্চনার শিকার বাংলা ভাষা! WBCS পরীক্ষায় হিন্দি এবং উর্দু ভাষাকে অন্তর্ভুক্ত করার পর এবার রাজ্যের SSKM হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গর্জে উঠল বাংলা পক্ষ! জানা গিয়েছে হিন্দি ভাষায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার প্রশাসনকে বিজ্ঞপ্তি বাতিলের হুঁশিয়ারি দিলেন বাংলা পক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। আর সেই নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় উঠল তুমুল বিতর্কের ঝড়।
ফেসবুক পোস্ট গর্গ চট্টোপাধ্যায়ের
সম্প্রতি বাংলা পক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফেসবুকে এক বিস্ফোরক মন্তব্য করেন। সেই পোস্টে তিনি লেখেন যে, “হিন্দি না জানলে নাকি পশ্চিমবঙ্গ সরকারের পিজি হাসপাতালের প্রজেক্টে চাকরি হবেনা! এই বিজ্ঞাপনটা না দেখলে বিশ্বাস হত না। বাংলার মাটিতে পশ্চিমবঙ্গ সরকারের SSKM পিজি হাসপাতালে প্রজেক্টের সাথে হিন্দির কোন সম্পর্ক নেই।”
তিনি আরও জানিয়েছেন যে, “ এই প্রজেক্টটি আসলে ডায়াবেটিস সম্বন্ধে একটি গবেষণার। তবে কি বাংলা ইতিমধ্যে বিহার হয়ে গেছে? ইউপি বিহারে কখনো কল্পনা করতে পারো যে পাটনা বা লখনৌ মেডিকেল কলেজে প্রজেক্ট এ বিজ্ঞাপন দিচ্ছে বাংলা জানলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে? অন্য কোন রাজ্যে এটা সম্ভব?”
নোটিশ বাতিলের হুঁশিয়ারি
এখানেই থেমে থাকেননি গর্গ চট্টোপাধ্যায়। তিনি সরকারের বিরুদ্ধে সেই পোস্টে আরও লেখেন যে, “পশ্চিমবঙ্গে ও পশ্চিমবঙ্গের বাইরে বাংলা বললে বাংলাদেশী শুনতে হচ্ছে বাঙালিকে আর পশ্চিমবঙ্গ সরকারের মেডিকেল কলেজে বিজ্ঞাপন দিয়ে বলছে হিন্দি জানলে চাকরিতে অগ্রাধিকার? ছ্যাবলামো হচ্ছে? সব বাঙালি গর্জে ওঠো! এই নোটিশ বাতিল করতে হবে। এই পদে বাঙালি নিতে হবে। বাংলা ও বাঙালির বিরুদ্ধে এই চক্রান্তকারীদের মুখোশ খুলে নেওয়া দরকার। জয় বাংলা।” যদিও এই বিতর্ক নিতে এখনও কোনো মন্তব্য করেনি সরকার।
আরও পড়ুন: এক বছর পর আরজি কর কাণ্ডে ফের নয়া মোড়! সন্দীপ ঘোষকে বড় নির্দেশ আদালতের
প্রসঙ্গত, কিছুদিন আগেই একাধিক রাজ্যের তুলনা টেনে প্রশাসনের বিরুদ্ধে কলকাতায় মহামিছিল করেছিল ‘বাংলা পক্ষ’ সংগঠন। আসলে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসেস পরীক্ষায় বা WBCS পরীক্ষায় হিন্দি ও উর্দুকে স্বীকৃত ভাষা হিসেবে ঘোষণা করার কারণে এই মিছিল।
এক্ষেত্রে তাঁদের স্পষ্ট দাবি WBCS পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ৩০০ নম্বরের বাংলা ভাষার প্রশ্নপত্র বাধ্যতামূলক না করা হলে ২০২৬ সালের আগে আরও বড় আন্দোলনের ডাক দেবেন বাংলা পক্ষ।