ভোলবদল রেলের! বাতিল ২৫ শতাংশের নিয়ম, ওয়েটিং লিস্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দালালরাজ রুখতে ওয়েটিং লিস্ট নিয়ে বড় পদক্ষেপ নিয়েছিল ভারতীয় রেল। মূলত কনফার্মড টিকিট নিয়ে দালালি বন্ধ করতে ক্যাপিং ব্যবস্থা চালু করা হয়েছিল রেলের তরফে।

সেই সূত্র ধরেই, 25 শতাংশের বেশি ওয়েটিং লিস্ট থাকবে না বলেই জানিয়ে দেয় ভারতীয় রেলওয়ে। তবে সেই নিয়মের রেশ কাটার আগেই ফের ওয়েটিং লিস্টের নিয়মে বড় বদল আনল রেল কর্তৃপক্ষ।

পুরনো নিয়ম বাতিল করল রেল

সদ্য প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, গত 20 জুন ওয়েটিং লিস্ট নিয়ে 25 শতাংশের যে নিয়ম চালু করা হয়েছিল তা ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে ভারতীয় রেলওয়ে। পরিবর্তে এবার দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হল।

জানা যাচ্ছে, মূলত এক্সপ্রেস ট্রেন অর্থাৎ রাজধানী, শতাব্দি ও দুরন্তর মতো এক্সপ্রেসের ক্ষেত্রে এবার ওয়েটিং লিস্ট সংক্রান্ত নতুন নিয়ম চালু হল। খোঁজ নিয়ে জানা গিয়েছে, এক্সপ্রেস ট্রেন হিসেবে কত সিটের জন্য কত শতাংশ ওয়েটিং লিস্ট থাকবে তা নিয়েও নতুন তালিকা প্রকাশ করেছে রেল।

ওয়েটিং লিস্ট সংক্রান্ত নতুন নিয়ম জেনে নিন

ভারতীয় রেলের তরফে সদ্য বিজ্ঞপ্তি দিয়ে 25 শতাংশ ওয়েটিং লিস্ট সংক্রান্ত যে নিয়ম চালু করা হয়েছিল তা বাতিল করে এবার এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট সংক্রান্ত নতুন তালিকা প্রকাশ করল ভারতীয় রেল কর্তৃপক্ষ। নতুন তালিকা অনুযায়ী, এবার থেকে কোনও এক্সপ্রেস ট্রেনের ফার্স্ট এসিতে 100 শতাংশ ওয়েটিং লিস্ট থাকবে।

সহজ ভাষায় বলতে গেলে, একটি ফার্স্ট ক্লাস এসি কামরায় যদি 20টি সিট থেকে থাকে তবে ওয়েটিং লিস্টেও 20টি টিকিট ছেড়ে দেওয়া হবে। একইভাবে নিয়মটা সেকেন্ড এসির ক্ষেত্রে 60 শতাংশ ও এক্সপ্রেসেরই স্লিপার ক্লাসের ক্ষেত্রে 40 শতাংশ ওয়েটিং লিস্টের নিয়ম আনা হল রেলের তরফে।

বলা বাহুল্য, অন্যান্য সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে এই নিয়ম চালু হলেও রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী নিয়ম চলবে। সে ক্ষেত্রে এই দুই এক্সপ্রেসের ফার্স্ট এসিতে 60 শতাংশ ওয়েটিং লিস্ট ও বাকি সব ক্লাসের ক্ষেত্রে 40 শতাংশ ওয়েটিং লিস্ট রাখা হবে।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডকে কাঁদিয়েছেন তিনি! টিম ইন্ডিয়ার তারকা আকাশ দীপের মোট সম্পত্তি কত জানেন?

উল্লেখ্য, একটা সময় ছিল যখন যাত্রীদের টিকিট কাটায় কোনও রকম বিধি নিষেধ ছিল না, ছিল না কোনও সীমাবদ্ধতা। ফলত, সেক্ষেত্রে আবার ওয়েটিং লিস্ট বের করতে হলে টিকিটের সংখ্যা পৌঁছে যেত 450 কিংবা 500-র কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, মূলত এই অত্যাধিক ও অবাধ ওয়েটিং লিস্টে টিকিট কাটা আটকাতেই এমন পদক্ষেপ নিল রেল। যা আগামী দিনে ভারতীয় রেলওয়েকে নতুন পথ দেখাবে।

Leave a Comment