প্রীতি পোদ্দার, কলকাতা: গত ২৯ জুন কসবার ল কলেজে আইনি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় রীতিমত তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ঘটনার মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা, তৃণমূল কর্মী এবং এই কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই পরিস্থিতিতে এবার তাঁরই আরেক ঘনিষ্ঠের কীর্তিকলাপ প্রকাশ্যে এল শিরোনামে। জানা গিয়েছে কসবার পর এবার তালিকায় উঠে এল গড়িয়াহাট ITI কলেজ।
আরও এক কলেজে মনোজিত মডেল!
কসবার ঘটনার পর মূল অভিযুক্ত মনোজিতের গ্রেফতারির পরই একের পর এক অভিযোগ সামনে আসছে তাঁর বিরুদ্ধে। কখনও ছাত্রীদের শ্লীলতাহানি, ভয় দেখানো থেকে তোলাবাজি তো কখনও আবার খুন করে দেওয়ার হুমকি। এবার সেই একই ব্যক্তিত্বের প্রতিফলন ফুটে উঠল দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটে ITI কলেজে মনোজিৎ ঘনিষ্ঠ প্রাক্তনী সঞ্জয় চৌধুরীর মধ্যে।
জানা গিয়েছে, ১৩ বছর আগেই কলেজ থেকে পাশ করে গেলেও এখনও সে এই কলেজে রয়েছে। রীতিমত তাঁর দাদাগিরি চলে গোটা কলেজ ক্যাম্পাস জুড়ে।
রাত ১২ টার পর খোলা থাকে কলেজ!
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কসবার মনোজিতের মতই নানা অসামাজিক কাজে যুক্ত হওয়ার অভিযোগ রয়েছে সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে। দিনের পর দিন তার অত্যাচারে অতিষ্ঠ কলেজ পড়ুয়াড়া! এমনটাই অভিযোগ। তবে শুধু কলেজ পড়ুয়া বলা ভুল ,তাঁর দাপটে স্থানীয় লোকেরাও বেশ বিরক্ত। Abp-র রিপোর্ট অনুযায়ী, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, রাত ১২টার পরেও নাকি গড়িয়াহাট ITI কলেজ খোলা থাকে, রীতিমতো গান এবং মদের আসর বসান ‘সঞ্জয় দা’।
এখানেই শেষ নয়, ক্যাম্পাসে ভোজপুরী গান চালিয়ে যখন তখন মেয়েদের ডেকে পাঠানো হয় বলে অভিযোগ। তবে এব্যাপারে কলেজের কর্মী থেকে শিক্ষকদের বেশিরভাগই প্রাণের ভয়ে তাঁর বিরুদ্ধে মুখ খুলতে চাইছেন না।
আরও পড়ুন: ৪৬০০০ কিউসেক জল ছাড়ল DVC! ভাসবে হাওড়া-হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা
স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র এই গড়িয়াহাট ITI কলেজে পড়াশোনার যে পরিবেশ থাকার কথা, সেটা একদমই নেই এই সঞ্জয়ের জন্য। যখন তখন তাঁদের উল্লাস চলে। জন্মদিনের পার্টি করা হয় রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে। আশেপাশের সকলে কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বললেও তাঁদের তরফে কোনো রকম সাহায্য পাওয়া যায়নি। তবে খবরটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই এবার নড়েচড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষ।