বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তর পূর্বাঞ্চলে অভ্যন্তরীণ জলপথ এবং সামুদ্রিক অবকাঠামোর উন্নয়নের লক্ষ্যে এবার বিরাট পদক্ষেপ কেন্দ্রের। গতকাল অর্থাৎ সোমবার, কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দেশের উত্তর পূর্বাঞ্চলের অভ্যন্তরীণ জলপথ এবং সামুদ্রিক ক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রের 5,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। ওই কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগামী দিনে বিপুল অর্থ ব্যয় করে উত্তর পূর্বাঞ্চলের অভ্যন্তরীণ জলপথ এবং সামুদ্রিক কাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্পগুলির হাত ধরে ওই অঞ্চলের সংযোগ, বাণিজ্য, পর্যটন এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
জলপথ মন্ত্রীর বিরাট ঘোষণা
সোমবার নয়া দিল্লির এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে কেন্দ্রীয় জলপথ মন্ত্রী সোনোয়াল দাবি করেছিলেন, মোদি সরকার উত্তর পূর্বাঞ্চলের ওই ক্ষেত্রগুলি জুড়ে নৌযান চলাচলের যোগ্য জলপথ, আধুনিক টার্মিনাল, কমিউনিটি জেটি, সামুদ্রিক দক্ষতা কেন্দ্র সহ আন্ডার ওয়াটার মেট্রো নিয়ে বিরাট প্রকল্প হাতে নিয়েছে।
এদিন, কেন্দ্রীয় মন্ত্রী এও বলেন, মোদি সরকারের এমন উদ্যোগের হাত ধরে আগামী দিনে উত্তর পূর্বাঞ্চলের অন্তত 50,000 যুবককে সামুদ্রিক দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া হবে। সেই লক্ষ্যে গুয়াহাটিতে মেরিটাইম স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, ডিব্রুগড়ে একটি নতুন সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করা হচ্ছে। যার জন্য নাকি 200 কোটি টাকার বিনিয়োগ বরাদ্দ করেছে কেন্দ্র। পাশাপাশি ওই কেন্দ্রগুলি একসাথে বছরে অন্তত 500 কর্মসংস্থান তৈরি করবে বলেও আশা রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল।
এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়েই সর্বানন্দ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় দেশের যুবকদের আয় উন্নতির কথা চিন্তা করেন। যুবশক্তি কীভাবে দেশে প্রকৃত পরিবর্তন আনতে পারে তা নিয়েই সব সময় চিন্তা প্রধানমন্ত্রী মোদির। এরপরই জলপথ মন্ত্রী বলেন, এই মুহূর্তে আমাদের লক্ষ্য উত্তর-পূর্বের অন্তত 50,000 যুবককে বিশ্বমানের প্রশিক্ষণ প্রদান করা। এবং সেই সাথেই তাদের কর্মসংস্থানের সুযোগ পাইয়ে দেওয়া।
অবশ্যই পড়ুন: রাতে লোকো পাইলটদের মধ্যে কী কথা হয়? জানেন না ৯৯.৯৯% মানুষ
উল্লেখ্য, এদিন উত্তর-পূর্বের যুবসমাজের হয়ে কথা বলার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের জলপথে উন্নয়নের মাধ্যমে আগামী দিনে সংযোগ এবং বাণিজ্যকে জোরদার করার কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি ছিল, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ে গত দুই বছরে ওই অঞ্চলের অভ্যন্তরীণ নৌপথ খাতে 1,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যেই নাকি 300 কোটি টাকার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।
এদিন উত্তর পূর্বে কেন্দ্রের বিনিয়োগ নিয়ে কথা বলতে বলতেই কালাদান প্রকল্প নিয়েও বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় জলপথ মন্ত্রী। তাঁর দাবি ছিল, আগামী 2027 সালের মধ্যে কালাদান প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। সবশেষে মন্ত্রী সোনোয়াল বলেন, এই প্রকল্পগুলি উত্তর পূর্বাঞ্চ কে জলপথ ভিত্তিক বাণিজ্য, পর্যটন এবং কর্মসংস্থানের জন্য একটি প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করবে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েই বাস্তবায়িত হবে এই প্রকল্পগুলি।