বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেসরকারি ব্যাঙ্কগুলির দাপাদাপির মাঝেও দাপটের সাথে জনগণের মনে রাজত্ব করছে ইন্ডিয়ান পোস্ট অফিস। এই সরকারি প্রতিষ্ঠানটিতে এমন অনেক স্কিম রয়েছে যার ধারে কাছে নেই ব্যাঙ্কগুলি। মূলত ঝুঁকিহীন বিনিয়োগের জন্যই ভারতীয়দের প্রথম পছন্দ পোস্ট অফিস।
তবে এই সরকারি প্রতিষ্ঠানটিতে এমন একটি স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগ করলে একেবারে 8.2 শতাংশ সুদ পাওয়া যায়। কোন স্কিম? কারা বিনিয়োগ করতে পারবেন? সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে? সমস্ত তথ্য থাকছে আজকের প্রতিবেদনে।
পোস্ট অফিসের এই স্কিম 8.2 শতাংশ সুদ দেয়
আসলে অবসর গ্রহণের পর আর্থিক দিক থেকে নিজেদের সুরক্ষিত রাখতে ঝুঁকিহীন বিনিয়োগের একমাত্র ঠিকানা ভারতীয় পোস্ট অফিস। সেক্ষেত্রে বলি, ভারতীয় সিনিয়র সিটিজেনদের জন্য একটি দুর্দান্ত স্কিম রেখেছে ইন্ডিয়া পোস্ট। আসলে, ভারতীয় ডাকঘরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি 60 বছর বা তার বেশি বয়সীদের জন্য বিনিয়োগের সবচেয়ে সেরা বিকল্প।
এই স্কিমটিতে, 60 বছর বা তার বেশি বয়সী যেকোনও ব্যক্তি বিনিয়োগ করতে পারবেন। বলা বাহুল্য, এই স্কিমটি যেহেতু সিনিয়র সিটিজেনদের জন্য, তাই এর বার্ষিক সুদও 8.2 শতাংশ। এখানেই শেষ নয়, এই স্কিমে বিনিয়োগ করলে সুদ ও মোটা রিটার্নের ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা রয়েছে।
কারা বিনিয়োগ করতে পারবেন?
ভারতীয় পোস্ট অফিস বলে, দেশের 60 বছর বা তার বেশি বয়সী সাধারণ নাগরিকরা এই স্কিমে নিয়োগ করার জন্য যোগ্য। তবে সরকারি কর্মী, যারা চাকরি থেকে VRS নিয়েছেন তাঁরা মূলত শর্তের ভিত্তিতে 55-60 বছর বয়সে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। শুধু কি তাই? না, জানা যাচ্ছে, 50 থেকে 60 বছর বয়সী প্রতিরক্ষা কর্মী অর্থাৎ ভারতীয় সেনায় কাজ করেছেন এমন ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যায়?
ভারতীয় পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটিতে সর্বনিম্ন 1 হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। যদিও আগে এই স্কিমের সর্বোচ্চ বিনিয়োগ সীমা ছিল 15 লক্ষ টাকা। তবে সম্প্রতিক সময়ে সেই সংখ্যাটা বেড়েছে।
বলে রাখি, এই স্কিমে বিনিয়োগ করলে প্রতিবছর 8.2 শতাংশ হারে বার্ষিক সুদ পেয়ে যাবেন গ্রাহক, যা সাধারণত ব্যাঙ্কের FD বা ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেক বেশি। এই সুদ মূলত ত্রৈমাসিক ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। সহজে বলি, যদি কোনও ব্যক্তি এই স্কিমে 30 লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে তিনি বার্ষিক 2.46 লক্ষ টাকা সুদ পেয়ে যাবেন।
অবশ্যই পড়ুন: RBI-র এক সিদ্ধান্তে ব্যাঙ্কের মনমর্জি বন্ধ, বিরাট স্বস্তি গ্রাহকদের মধ্যে
অতিরিক্ত সুবিধা
ভারতীয়, পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, যদি কেউ এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করেন তবে তিনি আয়কর আইনের ধারা 80C অনুযায়ী 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। বলে রাখা ভাল, এই প্রকল্পের মেয়াদ সাধারণত 5 বছরের হয়ে থাকে। যদিও প্রয়োজনে এটিকে 3 বছরের জন্য বাড়িয়ে নেওয়া যেতে পারে।