মহিলার ভোটার কার্ডে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবি! বিরল ঘটনার সাক্ষী থাকল বিহার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ এক আজব ঘটনার কারণে শিরোনামে উঠে এল বিহার! শোনা যাচ্ছে, এক মহিলার ভোটার আইডি কার্ডে তাঁর নিজস্ব ছবির পরিবর্তে ছাপা হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবি। বিহার বন্ধের দিন ওই ভোটার কার্ড হোল্ডারের স্বামী চন্দন কুমার স্ত্রীয়ের ভোটার কার্ডটি দেখিয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে এই তথ্য দেন। যা প্রকাশ্যে আসতেই হই হই পড়ে গিয়েছে নানা মহলে!

মহিলার ভোটার কার্ডে মুখ্যমন্ত্রীর ছবি কেন?

সম্প্রতি ওই মহিলা ভোটারের স্বামী চন্দন বাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রায় আড়াই মাস আগে তাঁর স্ত্রীয়ের নামে এই ভোটার আইডি কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে তাঁদের বাড়িতে আসে। ওই ব্যক্তির দাবি, ভোটার আইডি কার্ডে বাড়ির ঠিকানা থেকে শুরু করে স্ত্রীয়ের নাম পরিচয় প্রায় সবই ঠিক ছিল, তবে কার্ডটির বাঁদিকে তাঁর স্ত্রীয়ের ছবির পরিবর্তে লাগানো হয়েছিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবি।

এদিন মূলত এমন ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি বলেই দাবি করেছেন চন্দন বাবু। তবে বিহারের ওই বাসিন্দা এও বলেন, প্রথমদিকে তাঁর স্ত্রীয়ের ভোটার কার্ডটি নিয়ে BLO অফিসে পৌঁছলে সেখান থেকে নাকি তাঁকে এমন ভুল ত্রুটির খবর চেপে যাওয়ার কথা বলা হয়। চন্দন বাবু স্পষ্ট জানান, ওই BLO অফিস থেকে এমন ঘটনা কাউকে না জানাতে বলা হয়েছিল।

তবে তাঁর বক্তব্য, সাধারণত কারিগরি সংক্রান্ত ত্রুটির কারণে ভোটার কার্ড বা আধার কার্ডে অন্য কোনও সাধারণ ব্যক্তির ছবি বসানো হয়ে থাকে, কিন্তু একজন মহিলার ভোটার কার্ডে কীভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি লাগানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন চন্দন। তাঁর সর্বশেষ সংযোজন ছিল, এটি কোনও সাধারণ ভুল নয়। আসলে সরকারি আধিকারিক ও কর্মকর্তাদের অবহেলার কারণেই তাঁদের এমন সমস্যায় পড়তে হয়েছে। আগামী দিনে এই বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত বলেও দাবি করেন ওই ব্যক্তি।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলে সই করলেন ৬ ফুট ২ ইঞ্চির বাঘা ডিফেন্ডার! কে এই মার্তন্ড রায়না?

উল্লেখ্য, একজন সাধারণ মহিলার ভোটার কার্ডে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবি বসানোর বিষয়টি নিয়ে বিশেষ কোনও মন্তব্য করেননি উপনির্বাচন কর্মকর্তা জিতেন্দ্র কুমার। তবে তিনি জানান, ওই ভোটার কার্ডটি কর্ণাটক থেকে এসেছে। সে ক্ষেত্রে ভোটার কার্ডে নাম বা ছবি সংক্রান্ত কোনও ভুল থাকলে ওই মহিলাকে 8 নম্বর ফর্ম পূরণ করে SDO অফিসে জমা দিতে হবে। তাছাড়াও ভোটার কার্ডের ভুল সংশোধনের জন্য অনলাইনেও আবেদন করা যেতে পারে বলেই জানান জিতেন্দ্র কুমার।

Leave a Comment