বাজারে নতুন ৫০ টাকার কয়েন আনছে RBI? জানিয়ে দিল সরকার

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত বেশ কয়েকদিন ধরেই বাজারে নতুন ৫০ টাকার কয়েন নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে। সাধারণের মুখে মুখেই এখন নতুন নতুন ৫০ টাকার কয়েনের চর্চা। তবে এবার এই জল্পনায় ইতি টানল কেন্দ্রীয় সরকার। আদেও বাজারে এই ৫০ টাকার নতুন কয়েন আসছে কি না তা সাফ জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওরফে RBI।

নতুন কয়েন নিয়ে জনস্বার্থ মামলা

বাজারে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও ২০ টাকার কয়েন থাকলেও, ৫০ টাকার কোনও কয়েন নেই। এদিকে ৫০ টাকার নোটের নকশার কারণে দৃষ্টিহীন ব্যক্তিরা বিভিন্ন সময়ে পক্ষে মুখোমুখি হচ্ছেন এমনকি বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের জন্য মূল্যের পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে।

সেই কারণে তাই দৃষ্টিহীনদের সুবিধার্থে আইনজীবী রোহিত ডন্ড্রিয়াল এবং মিনি আগরওয়াল ৫০ টাকার কয়েন প্রবর্তন করা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল দিল্লি হাইকোর্টে। তারপর থেকেই জল্পনা বাড়ছিল তবে শীঘ্রই হয়তো বাজারে ৫০ টাকার কয়েন আসতে চলেছে। কিন্তু সেই আশায় এবার জল ঢালল সরকার।

কবে আসবে নতুন কয়েন?

এদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে হলফনামায় স্পষ্ট জানিয়ে দেওয়া হল এইমুহুর্তে বাজারে ৫০ টাকার কয়েন আনার কোনও পরিকল্পনা নেই। এমনকি এই হলফনামায় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ২০২২ সালে ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক পরিচালিত একটি সমীক্ষার ফলাফলের কথাও উল্লেখ করা হয়।

যেখানে বলা হয় যে সাধারণ মানুষ কয়েনের বদলে ব্যাঙ্কে নোটই বেশি পছন্দ করেন। এমনকি ১০ টাকা, ২০ টাকার কয়েনের বদলে নোট পছন্দ করেন। কারণ মুদ্রার ওজন, আকার বেশি হওয়ায় তা বহন করা সত্যিই দুষ্কর। তাই সেক্ষেত্রে এই সমীক্ষার কথা মাথায় রেখে আপাতত বাজারে আনা হচ্ছে না ৫০ টাকার নতুন কয়েন।

আরও পড়ুন: টিম কুকের পর Apple-র নয়া বস সাবিহ খান! চেনেন এই ভারতীয় যুবককে?

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি খুব তাড়াতাড়ি বাজারে নিয়ে আসতে চলেছে ১০০ ও ২০০ টাকার নতুন নোট। মহাত্মা গান্ধী সিরিজের অধীনে এই নতুন নোট জারি করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তবে নতুন এই নোটে নকশার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে RBI। তবে নতুন নোটে বদলাতে চলেছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর।

Leave a Comment