বিক্রম ব্যানার্জী, কলকাতা: আপাতত মাথার ছাদ হারিয়েছে ভারতীয় ফুটবল দল! প্রাক্তন কোচ মনোলো মার্কেজের দায়িত্ব ছাড়ার পর থেকেই খোঁজ চলছে বিকল্প হেড স্যারের। সেক্ষেত্রে, একজন দক্ষ এবং অভিজ্ঞ কোচ যাঁর ভারতীয় ফুটবল সম্পর্কে বিস্তর জ্ঞান রয়েছে, এমন কাউকেই দায়িত্ব দিতে চাইছে ফেডারেশন।
সেই সাথেই ফুটবলে অন্তত 10 থেকে 15 বছরের কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে এমন একজন মহারথী সুনীল ছেত্রীদের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলেই বিজ্ঞাপন দিয়েছিল AIFF। সেই বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আবেদন জানিয়েছেন অনেকেই। তবে সেইসব কোচেদের ভিড়ে উঠে আসছে মোহনবাগানের প্রাক্তন হেড স্যার অন্তোনিয়ো লোপেজ হাবাসের নাম।
ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা
ভারতীয় দলের হাল ফেরাতে মানালো মার্কেজের পর এবার একজন শক্তিমান কোচকেই দায়িত্ব দিতে চাইছে ফেডারেশন। এমতাবস্থায়, কোচের জন্য বিজ্ঞাপন দিয়ে ফেডারেশন জানিয়েছে, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য যিনি আবেদন করবেন অর্থাৎ আবেদনকারীর কাছে AFC অথবা উয়েফার প্রো লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি বিশ্বকাপ বা মহাদেশীয় প্রতিযোগিতায় কোচিং করানো তারকাকে অগ্রাধিকার দেওয়া হবে।
ফেডারেশন এও বলেছে, ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য খেলোয়াড়দের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা প্রয়োজন। এছাড়াও, দীর্ঘদিন ভারতীয় ফুটবলের সংস্কৃতির সাথে পরিচিত, এমন ব্যক্তিকে প্রাথমিক গুরুত্ব দেওয়া হবে। জানা যাচ্ছে, ভারতীয় ফুটবল ফেডারেশনের এমন সমস্ত শর্ত মেনেই নাকি আবেদন জানিয়েছেন অনেকেই। তবে তাদের মধ্যে নজর কেড়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন করা স্পেনীয় কোচ হাবাস। এবার তিনিই বড় দাবি করে বসলেন।
অবশ্যই পড়ুন: কাটছে জট, এশিয়া কাপে সেপ্টেম্বরের প্রথমেই মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান
“আমিই ভারতীয় ফুটবল দলের জন্য যোগ্য কোচ”
জানা যাচ্ছে, ফেডারেশনের তরফে বিজ্ঞাপন প্রকাশ করার কিছু দিনের মধ্যেই ভারতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে আবেদন করে বসেছিলেন হাবাস। তবে এবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহনবাগান প্রাক্তনী বলে বসলেন বড় কথা। আপাতত যা খবর, সাংবাদিকদের সাথে ফোনালাপে মোহনবাগানের প্রাক্তন হেড কোচ হাবাস নাকি জানিয়েছেন, তিনিই ভারতীয় ফুটবল দলের যোগ্য কোচ। যে খবর প্রকাশ্যে আসতে হই হই পড়ে গিয়েছে ফুটবল ভক্তদের মধ্যে!