OBC সংরক্ষণ সংক্রান্ত মামলায় বিরাট সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: OBC সংরক্ষণ সংক্রান্ত মামলা নিয়ে জল গড়িয়েছে বহুদূর। সুবিচার পাওয়ার আশায় অপেক্ষা করছেন রাজ্যের অসংখ্য চাকরিপ্রার্থী। এমতাবস্থায়, হঠাৎ বড় সিদ্ধান্ত নিল আদালত। জানা যাচ্ছে, আপাতত সাধারণ ক্যাটাগরিতেই ফর্ম পূরণ করতে পারবেন আবেদনকারীরা। OBC সংরক্ষণ সংক্রান্ত মামলায় বুধবার এমনটাই জানিয়েছে আদালত।

মামলাকারীদের আইনজীবীর বক্তব্য

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী এম আর শামশাদ বলেন, সুপ্রিম কোর্টের 3 এপ্রিল ও 17 এপ্রিলের নির্দেশ অনুযায়ী, উপযুক্ত প্রার্থীরা আগের ক্যাটাগরিতে আবেদন করতে পারেন। তাছাড়াও আগে যারা পরীক্ষায় বসেছিলেন তাঁদের বয়সের ছাড় দেওয়ার কথাও বলা হয়েছিল।

এরপরই মামলাকারীদের আইনজীবী অভিযোগ করে বলেন, রাজ্যের তরফে গত মে মাসের 30 তারিখ একেবারে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল স্টেট ইজ ফ্রি টু অ্যাকোমোডেট হিয়ার অ্যান্ড দেয়ার। ওই আইনজীবীর অভিযোগ, এমন বিবৃতি সত্ত্বেও পরবর্তীতে আবেদনকারীরা আবেদন করতে গেলে OBC প্রার্থীদের যোগ্যতার মানদণ্ড বাড়িয়ে দেওয়া হয়। যার ফলে স্বাভাবিকভাবেই অতিরিক্ত নম্বরের কোটা পূরণ করতে পারেননি তারা।

আদালতের বক্তব্য

মামলাকারীদের আইনজীবীর বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি স্পষ্ট বলেন, ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চ 2010 সালের ওবিসি সংক্রান্ত বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়েছে। তাই এই মুহূর্তে সেই নির্দেশ অমান্য করা যাবে না। তবে গত 30 মে তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, আপাতত যোগ্য প্রার্থীরা সাধারণ ক্যাটাগরিতে আবেদন করতে পারেন।

অবশ্যই পড়ুন: Jio, Vi-র ব্যবসায় জোর ধাক্কা! ২০০ টাকার মধ্যে Airtel যা দিল, খুশি কোটি কোটি গ্রাহক

রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের

আগেই জানানো হয়েছে, এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি আবেদনকারীদের, OBC ক্যাটাগরির বদলে সাধারণ ক্যাটাগরিতে আবেদন করতে বলেছিলেন। আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, আবেদনকারীরা চাইলে 30 মে তারিখের পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ ক্যাটাগরিতে আবেদন করতে পারেন, তবে সে ক্ষেত্রে, OBC একেবারেই উল্লেখ করা যাবে না। এমন সিদ্ধান্তের পাশাপাশি বুধবার আগামী 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে উচ্চ আদালত।

Leave a Comment