‘OBC-র বদলে মুসলিমদের EWS-এ অন্তর্ভুক্ত!’ রাজ্য সরকারকে বিঁধে বড় পদক্ষেপ শুভেন্দুর

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই সামনে বিধানসভা নির্বাচন। তাই তার আগেই নিজেদের জমি শক্ত করতে উঠে পড়ে লেগেছে বিভিন্ন রাজনৈতিক দল। আর এই আবহে ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় এল রাজ্য সরকার। আরও একবার OBC ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে তুলোধোনা করে সরাসরি চিঠি লিখলেন রাজ্যপালকে।

OBC তালিকা নিয়ে মহাবিভ্রাট রাজ্যে!

সম্প্রতি রাজ্যে প্রশাসনের নির্দেশে নির্মিত OBC-র নতুন তালিকা তৈরি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছিল। পরে সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এই নয়া তালিকার ওপর স্থগিতাদেশ দেয়। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে।

শুধু তালিকা নয়, পাশাপাশি রাজ্যের আপডেটেড তালিকায় নতুন ওবিসি শ্রেণী যুক্ত করার উদ্দেশ্যে যে পোর্টাল খোলার সিদ্ধান্ত নিয়েছিল সরকার তার উপরও স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আর এই আবহে রাজ্যপালকে গোটা ঘটনার কথা সংক্ষেপে জানিয়ে হস্তক্ষেপ করার আর্জি জানিয়ে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই চিঠির প্রতিলিপি এদিন তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলেন।

রাজ্যপালকে চিঠি শুভেন্দুর!

এদিন শুভেন্দু অধিকারী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে, “ রাজ্যের OBC সংক্রান্ত মামলায় গত বছর, কলকাতা হাইকোর্ট, রাজ্যের ওবিসি তালিকা থেকে ৭৫টি মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আদালতের তরফে কারণ হিসেবে হাইকোর্ট বলেছিলেন যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে এই সম্প্রদায়গুলিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপর রাজ্য সরকার এক নতুন তালিকা প্রকাশ করেছে। যেখানে আদালতের নির্দেশে বাদ পড়া সম্প্রদায় গুলিকে অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেনীভুক্তের (EWS) আওতায় নিবন্ধনের জন্য আবেদন করার ছাড়পত্র দেওয়া হচ্ছে।”

এখানেই শেষ নয়, এদিন শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে, “ রাজ্য সরকার এইভাবে বাদ দেওয়া মুসলিম সম্প্রদায়কে বিশেষ সুবিধা প্রদান করার ফলে প্রকৃত অর্থে জেনারেল ক্যাটাগরির অর্থনৈতিক ভাবে দুর্বল যারা তাদের অসুবিধা হতে চলেছে। যা সম্পূর্ণভাবে সংবিধানের পরিপন্থী।”

আরও পড়ুন: চলন্ত ট্রেনের ট্র্যাকে স্লিপার! এগিয়ে আসছে লোকাল ট্রেন, ভয়ংকর বিপদ শিয়ালদা ডিভিশনে

তিনি আরও জানিয়েছেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্বল শ্রেণীর জন্যে এই অনৈতিক অপব্যবহারে আমি উদ্বিগ্ন, তাই রাজ্যপাল মহোদয়ের কাছে আমি লিখিতভাবে আবেদন জানিয়েছি, যাতে তিনি অবিলম্বে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।”

 

Leave a Comment