প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিনের তুলনায় ধীরে ধীরে আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। তবে এখনই সম্পূর্ণ বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। কারণ আগামী সপ্তাহের শুরুতেই ফের দুর্যোগের মেঘ ঘনিয়ে আসতে চলেছে বাংলার আকাশে। নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। এমনই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত সোমবার থেকে টানা বৃষ্টিতে চারিদিকে বেড়েছে দুর্যোগের ভয়াবহতা। অনেক কৃষিজমি ভরা জলে ডুবে গিয়েছে। পশ্চিমের অবস্থা আরও খারাপ। কংসাবতী, দারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী ও সুবর্ণরেখা-সহ একাধিক নদীর জলস্তর ক্রমেই বাড়তে শুরু করেছে। কোথাও কোথাও নদীর জল উপচে ঢুকে পড়েছে জনবসতিতে, যা নিয়ে উদ্বেগে রয়েছে প্রশাসনও। তাই জেলায় জেলায় প্রতিটি জেলাশাসককে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও একাধিক জেলায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন: সময়সীমা মাত্র ১ মাস! সরকারি চাকরির জন্য পুলিশি যাচাই প্রক্রিয়া নিয়ে বড় নির্দেশ নবান্নের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। অর্থাৎ আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকের পাঁচ জেলার পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।