ভোটে কারচুপির অভিযোগ! সময় চাইতেই অভিষেককে ডেডলাইন দিয়ে দিল হাইকোর্ট

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছিলেন ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট। উল্টোদিকে তাঁর নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী অভিজিৎ দাস পেয়েছিলেন ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন অভিষেক। এই ফলাফল সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক তরজা। এরপর ভোট দুর্নীতির প্রসঙ্গ তুলে আদালতের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী।

হাইকোর্টে ফের সময় চাইলেন অভিষেক

ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বদই তাঁর ফেসবুক পোস্টে সেই মামলার আপডেট দিয়েছেন। তাঁর মতে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, ফের কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা উঠলে বিতর্কের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এদিন হাইকোর্টে ডায়মন্ড হারবারের সাংসদের লোকসভা ভোটের ফলাফল জানানোর জন্য কিছুটা সময় চেয়ে নেন। বিলম্বের কারণ হিসাবে আইনজীবী জানান শারীরিক অসুস্থতার কারণে তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তাই আরও কিছুটা সময় লাগবে তাঁর। এই নিয়ে তৃতীয়বার সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আইনজীবির মন্তব্যের কারণে অসন্তুষ্ট হন বিচারপতি। এবং সাফ জানিয়ে দেন যে, আর সময় দেওয়া সম্ভব নয়। আগামী ১৯ আগস্ট, ২০২৫ এই মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। আর তার আগেই অভিষেককে প্রশ্নের উত্তর জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এদিন আদালত এও স্পষ্ট জানিয়েছেন যে এটিই শেষ সময়সীমা। এমতাবস্তায় সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করেন মামলাকারী বিজেপি প্রার্থী অভিজিৎ দাস।

আরও পড়ুন: ‘দাগি’রা পরীক্ষায় বসতে পারবে না!’ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বড় সিদ্ধান্ত, মুখ পুড়ল SSC-র

বিস্ফোরক পোস্ট বিজেপি প্রার্থীর

সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি একজন সাধারণ নাগরিক, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপির প্রার্থী এবং এই কেসের আবেদনকারী হিসেবে শুধুই জানতে চেয়েছিলাম, তাঁর নির্বাচনী জয় সত্যিই কি গণতান্ত্রিক রায় ছিল, নাকি সেটি ছিল পরিকল্পিত জালিয়াতি ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে অর্জিত? এই প্রশ্নের উত্তর যদি সহজ হয়, তবে এক বছর পেরিয়েও লিখিত জবাব কেন প্রস্তুত নয়?’ আশা করা যাচ্ছে আগামী শুনানির দিন এই প্রশ্নের আসল উত্তর বেরিয়ে আসবে।

Leave a Comment