নিম্নচাপ দুর্বল হলেও ফের পুরোনো মুডে ফিরছে বর্ষা! আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: গত সোমবার রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন। এমনকি ভারী বৃষ্টির দাপটে কলকাতা সহ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এইমুহূর্তে কিছুটা স্বস্তিতে রয়েছে রাজ্যবাসী। দুর্যোগ কেটেছে অনেকটাই। তবে এখনই পুরোপুরি দুর্যোগ মুক্তি নয় রাজ্যবাসী।

কমেছে বৃষ্টির দাপট। আপাতত আর ভারী বৃষ্টি নেই উত্তর থেকে দক্ষিণে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা সরে গেছে। দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন অঞ্চলের দিকে সরে গিয়েছে নিম্নচাপ, ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কমল। তবে সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একনজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া সম্পর্কে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকাল, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভ্যাপসা এবং অস্বস্তিকর পরিস্থিতি আপাতত কমবে না বলেজানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: হাওড়ার ৫ বন্ধ রুটে ফিরে আসবে পুরোনো ঐতিহ্য! নয়া সিদ্ধান্ত পরিবহণ দপ্তরের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এর কিছু জায়গায় বর্ষণ হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। আশঙ্কা করা হচ্ছে আগামী মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।

Leave a Comment