মৌসুমী অক্ষরেখার দাপটে বাড়বে বৃষ্টি, ৭ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ ভাবছেন বৃষ্টিতে ফুলস্টপ লেগে গেল? সেগুড়ে বালি, ফের একবার বাংলার দিকে তাক করে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ। জেলায় জেলায় নামবে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি নামবে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট চলবে। আজ শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে। তবে আজ (Weather Today) অন্যান্য দিনের তুলনায় বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবার অর্থাৎ সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত চলবে। এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। রবিবার থেকে আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মূলত নিম্নচাপটি উত্তর ছত্তিশগড়ে শক্তি হারিয়েছে। মৌসুমী অক্ষরেখা দীঘার পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই মৌসুমী অক্ষরেখা রবিবার থেকে মনসুন ফ্লো আরও সক্রিয় হবে।  ১৫ জুলাই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক শনিবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

রবিবার থেকে থেকে ১৭ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ছুটির দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে।

Leave a Comment