বিক্রম ব্যানার্জী, কলকাতা: রেল ক্রসিংয়ে গেটম্যানের সাথে তর্কাতর্কির দিন শেষ। এবার থেকে, রেলগেট পারাপারের সময় কোনও কারণে গেটম্যানের সাথে ঝামেলায় জড়ালে, বড়সড় বিপদে পড়তে পারেন আপনি! হ্যাঁ, রেল গেট তুলে দেওয়া নিয়ে গেটম্যানের সাথে প্রায়শই তর্কাতর্কি বাঁধে স্থানীয়দের, তবে এবার থেকে সেই অভ্যাস বদলে ফেলতে হবে। জানা যাচ্ছে, মূলত রেল ক্রসিং ও রেলের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেলওয়ে।
লেভেল ক্রসিং নিয়ে বড় পদক্ষেপ রেলের
সদ্য পাওয়া খবর অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তে রেলগেটে গেটম্যানের সাথে অশান্তির কথা মাথায় রেখে এবার লেভেল ক্রসিং গেটগুলির নিরাপত্তার ওপর বিশেষ মনোযোগী হয়েছে ভারতীয় রেল। খোঁজ নিয়ে জানা গেল, গেটগুলির নিরাপত্তা জোরদার করতে এবার দেশের বিভিন্ন প্রান্তে লেভেল ক্রসিংগুলিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা ও রেকর্ডিং সিস্টেম।
হাতে আসা তথ্য অনুযায়ী, মূলত সোলার প্যানেল, ব্যাটারি ব্যাকআপ ও ইউপিএসের মাধ্যমে ওই সিসিটিভি ক্যামেরা এবং রেকর্ডিং সিস্টেমের জন্য বিদ্যুৎ নিশ্চিত করবে রেল। রেলমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, মিশন মোডে দ্রুততার সাথে সম্পন্ন করা হবে সমস্ত কাজ।
এমনকি এও শোনা যাচ্ছে, রাস্তায় চলাচলের জন্য বন্ধ গেটগুলিকে খুলে দেওয়া হবে, মূলত এমন নীতিই পর্যালোচনা করছে রেল। সূত্রের খবর, রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতেই এমন পদক্ষেপ নিতে পারে রেলওয়ে। একই সাথে লেভেল ক্রসিং গেটগুলিতে খুব শীঘ্রই ইন্টারলকিং সিস্টেম বসানো হবে। আর এই সবটাই করবে রেলের সরকারি খাতের প্রতিষ্ঠানগুলি।
অবশ্যই পড়ুন: ১৫ জুলাই ভারতে টেসলার প্রথম শোরুম উদ্বোধন, স্টারলিংক নিয়েও বড় ঘোষণা করতে পারেন মাস্ক
রয়েছে আরও একাধিক পরিকল্পনা
সদ্য প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই দেশের বিভিন্ন অঞ্চলের 10,000 টিভিইউ বিশিষ্ট লেভেল ক্রসিং গেটগুলিতে ইন্টারলকিং চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। মূলত রোড ওভার ব্রিজ, রোড আন্ডার ব্রিজ বা লিমিটেড হাইট সাবওয়ে এবং 10,000 টিভিইউ ট্রাফিক বিশিষ্ট গেট গুলিতেও ইন্টারলকিং বাধ্যতামূলক করতে চলেছিলেন রেল।
এছাড়াও রেলওয়ে ক্রসিং ইন্টারলকড গেটগুলিতে ভয়েস লগার সিস্টেম বসানো হবে। শুধু তাই নয়, সেগুলি ঠিকমতো বসানো হয়েছে কিনা তা নিশ্চিত করবেন রেলের বিভিন্ন বিভাগের DRM। একই সাথে প্রত্যেকটি গেটে স্পিড ব্রেকার ও অ্যালার্ট বোর্ড লাগানো হবে বলেই খবর। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে, রেলগেটগুলিতে যাতে বিশৃংখল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আগামী দিনে হোমগার্ড বা রেলওয়ে সুরক্ষা বাহিনীও মোতায়ন করা হতে পারে।