লর্ডসে ৫ উইকেট তুলেও সেলিব্রেশন করেননি বুমরাহ! সামনে এল কারণ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লর্ডস টেস্টে ফিরেই ফের আগুন ঝড়ালেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে পা রাখতেই ভারতীয় বোলিং বিভাগের প্রধান স্তম্ভের কব্জির জোরের কাছে একপ্রকার কুপোকাত হল ইংল্যান্ড। এদিন একার হাতে, 5 ইংলিশ তারকার সাজঘরে ফেরা নিশ্চিত করেন জসপ্রীত।

তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে 5 উইকেট তুলেও নিজের সাফল্যকে কোনও ভাবেই উদযাপন করেননি টিম ইন্ডিয়ার এই প্রধান অস্ত্র। প্রশ্ন উঠছে, কেন? ঠিক কোন কারণে ইংল্যান্ডের 5 উইকেট ভেঙেও নিজের চেনা ছন্দে সাফল্যকে উদযাপন করলেন না বুমরাহ? নেপথ্যে কি কোনও বিশেষ কারণ? জানালেন জসপ্রীত নিজেই।

এই কারণে 5 উইকেট তুলেও সেলিব্রেশন করেননি বুমরাহ

ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংলিশ তারকা জো রুটের ব্যাট থেকে এক অনবদ্য সেঞ্চুরি দেখার সৌভাগ্য হয়েছিল ভক্তদের। এদিন ব্যাট ঘুরিয়ে 104 রান করেই কেরিয়ারের 37তম সেঞ্চুরি হাঁকান রুট। তবে সেই দৃশ্যের মাঝেই ভারতীয় তারকা বুমরাহর হাতে জো রুটের বধ হওয়ার চিত্রটাও মুগ্ধ করেছে ক্রিকেট ভক্তদের।

তবে শুধু রুট নন, এদিন কার্যত একার কাঁদে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়ে ইংল্যান্ডের 5 ব্যাটারকে মাঠ ছাড়া করেন বুমরাহ। তবে সাফল্যের পর স্বভাবতই যে সেলিব্রেশনের আশা করেছিলেন ভক্তরা, গতকাল সেই পথে হাটেননি টিম ইন্ডিয়ার এই তারকা পেসার। আর এরপর থেকেই প্রশ্ন উঠছে, কোন কারণে 5 উইকেট তুলেও সাফল্যকে সময় দিলেন না বুমরাহ।

ভক্তদের এমন প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং ভারতীয় তারকা নিজেই। আসলে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে খেলোয়াড়ের ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রামে পাঠিয়েছিল ম্যানেজমেন্ট। কাজেই মাত্র কয়েক দিনের বিশ্রাম পর্ব কাটিয়ে ফের তৃতীয় টেস্টে ঝাঁপিয়ে পড়তে হয়েছে বুমরাহকে।

তবে ফিরে এসেই দলের যোগ্য সদস্যের কাজটা করে দেখিয়েছেন তিনি। তুলে নিয়েছেন 5টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে এদিন সেলেব্রেশন না করার নেপথ্যে কারণ প্রসঙ্গে জসপ্রীত বলেন, আমি ক্লান্ত ছিলাম, তাই 5 উইকেট পাওয়ার পরও সেটা উদযাপন করিনি। এরপরই ভারতীয় তারকা বলে দেন, আমি 21-22 বছরের কেউ নই যে, সাফল্য পেয়েই লাফাবো! আমার লক্ষ্য ছিল শুধুমাত্র ভাল বোলিং করা।

অবশ্যই পড়ুন: সেবাই পরম ধর্ম! বাবার মৃত্যু তবুও রোগী দেখছেন ডাক্তার, নজির সৃষ্টি চুঁচুড়ার শিবাশীষ বন্দোপাধ্যায়ের

উল্লেখ্য, গতকাল নিজের আগুনে বোলিংকে অস্ত্র বানিয়ে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট, হ্যারি ব্রুক, অধিনায়ক বেন স্টোকস, ক্রিস ওকস এবং পেসার জোফরা আর্চারকে
ফিরতি পথ দেখিয়েছিলেন বুমরাহ। সেই সাথেই ইংরেজদের 5 উইকেট ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নজির গড়েছেন জসপ্রীত। বলা বাহুল্য, এই প্রথমবার লর্ডসে 5 উইকেট তোলার পাশাপাশি টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশিবার 5 বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরাহ। একই সাথে গুঁড়িয়ে দিলেন কপিল দেবের বড় রেকর্ডও।

Leave a Comment