পিসিকে বিয়ে ভাইপোর! শাস্তিস্বরূপ লাঙলে বেঁধে নবদম্পতিকে করানো হল হালচাষ

প্রীতি পোদ্দার, কলকাতা: পিসিকে বিয়ে করেছে ভাইপো, সেই ‘অপরাধে’ এবার ষাঁড়ের মতো লাঙলে বেঁধে হালচাষ করানো হল যুবক যুবতীকে! ভয়ংকর শাস্তি সমাজের! ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড়া কাঞ্জামাঝিরা গ্রামে। রীতিমত তাঁদের উপর চলে নির্মম অত্যাচারও। সেই ভিডিও ভাইরাল হতেই তীব্র ক্ষোভ প্রকাশ নেটিজেনদের।

ঘটনাটি কী?

ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড়া জেলার কাঞ্জামাঝিরা গ্রামে। জানা গিয়েছে, ভাইপো এবং তাঁর নিজের পিসির মধ্যে এক ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্ককে পরিণতি দিতে তাঁরা একে অপরকে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁদের প্রেমের সম্পর্ককে একদমই মেনে নেয়নি সমাজ। সেই ‘অপরাধের’ শাস্তি দিতেই এবার এক অমানবিক পরিস্থিতির শিকার হয় এই নবদম্পতি। ভাইরাল ভিডিও সূত্রে দেখা গিয়েছে, ষাঁড়ের মতো লাঙলে বেঁধে যুবক ও যুবতীকে দিয়ে হালচাষ করানো হচ্ছে।

উঠেছে সমালোচনার ঝড়

শুধু তাই নয় ভিডিওতে দেখা গিয়েছে চাষিরা যেমনভাবে লাঙল টানার সময় ষাঁড়কে মারেন, সেভাবেই কঞ্চি দিয়ে মারধর করা হচ্ছে নবদম্পতিকে। এমনকি দুই পুরুষ যুবতীর শরীরে স্পর্শ করছেন। পাশেই দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন দর্শক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। আর তাতেই সমালোচনার ঝড় উঠেছে। যদিও আপাতত কাউকে গ্রেফতারির খবর মেলেনি।

আরও পড়ুন: ৭ দিনের মধ্যে যোগ্য প্রার্থীর চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ, SSC-কে আল্টিমেটাম হাইকোর্টের

প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

এই ঘটনায়, পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন যে তদন্তের জন্য ইতিমধ্যে ওই গ্রামে গিয়েছে পুলিশের একটি দল। শীঘ্রই মামলা রুজু করা হবে। এছাড়াও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওড়িশার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উঠে আসছে একাধিক অভিযোগ।

সরব হয়েছে বিরোধীরাও। তাদের অভিযোগ, বিজেপি শাসিত ওড়িশায় একের পর এক ধর্ষণ ও হিংসার ঘটনা যেন এখন খুব সাধারণ হয়ে গিয়েছে। রাজ্যবাসীর নিরাপত্তা একেবারে নেই বললেই চলে।

Leave a Comment