বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার ভোরেই ফের ক্ষমতা জাহির করল ভারতীয় সেনাবাহিনী। জানা যাচ্ছে, মিয়ানমারের সাগাইং অঞ্চলে চিন সমর্থিত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ সম-ইন্ডিপেন্ডেন্ট ওরফে আলফা স্বাধীন ও ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড-খাপলাংয়ের জঙ্গি ক্যাম্পগুলির ওপর জোরালো ড্রোন বর্ষণ করেছে ভারতীয় সেনা।
সূত্রের খবর, উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদি কার্যকলাপ রুখতে ও চিন সমর্থিত কুচুটে পরিকল্পনার যোগ্য জবাব দিতেই রবিবার ভোরে মিয়ানমারের দুই জঙ্গি ঘাঁটিতে হাড় কাঁপানো ড্রোন হামলা চালিয়েছে ভারত। খোঁজ নিয়ে জানা গেল, ভারতের এই জঙ্গি দমন অভিযানে ইতিমধ্যেই আলফার পূর্ব কমান্ড সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রাণ গিয়েছে একাধিক কমান্ডারের!
মৃত্যু হয়েছে জেনারেল নয়ন অসমের
পহেলাগাঁও জঙ্গি হামলার পর যে সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত, রবিবার ভোরেও সেই একই ধাঁচে মিয়ানমারের জঙ্গি ক্যাম্পগুলিতে ড্রোন দিয়ে তান্ডব চালিয়েছে ভারতীয় সেনা। জানা যাচ্ছে, ভারতীয় সেনা জওয়ানদের ড্রোন হামলায় অন্যান্য সেনা কমান্ডারের পাশাপাশি মৃত্যু হয়েছে আলফা স্বাধীনের নিম্ন পরিষদের সভাপতি তথা স্বঘোষিত লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসমের। সেই সাথেই জখম হয়েছেন অন্তত 19 জন। যেই খবর ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে আলফা স্বাধীন।
অবশ্যই পড়ুন: চিন থেকে iPhone 17-র পার্টস ভারতে পাঠাল Foxconn, জুলাইতেই শুরু উৎপাদন
বিবৃতি দিয়েছে আলফা স্বাধীন
ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলার পরপরই বিবৃতি প্রকাশ করে আলফা স্বাধীনের প্রচার বিভাগের সহ সম্পাদক ঈশান অসম জানান, গতকাল ভোর রাত 2 টো থেকে 4টে পর্যন্ত বিদেশ থেকে পাওয়া উন্নত ড্রোন দিয়ে আলফার বিভিন্ন ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। আলফা বলেছে, দফায় দফায় শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ভারতীয় সেনাবাহিনী। সবশেষ আলফা স্বাধীনের তরফে দাবি করা হয়, মুখে মুখে শান্তির প্রচার করে ভারত সরকার নাকি তাঁদের ওপর অমানবিকভাবে অত্যাচার চালালো! যদিও এই হামলার খবর এখনও পর্যন্ত নিশ্চিত করেনি ভারতীয় সেনা!