সৌভিক মুখার্জী, কলকাতা: বিন্দুতে সিন্ধু জমে! হ্যাঁ, স্বল্প বিনিয়োগেই (Investment) ভবিষ্যতে হতে পারেন কোটিপতি! ভবিষ্যতে যদি আর্থিকভাবে স্বচ্ছল, স্বাধীন এবং কোটিপতি হতে চান, তাহলে আপনাকে আজই বেছে নিতে হবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP! কিন্তু প্রশ্ন হচ্ছে, মাত্র 10 বছরে কীভাবে কোটিপতি হবেন? চলুন জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।
ছোট বিনিয়োগেই কোটিপতি..
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের প্রকল্প ছেড়ে মিউচুয়াল ফান্ডের দিকে পা বাড়াচ্ছে। এর মূল কারণ মোটা অংকের রিটার্ন, কম ঝামেলা এবং লং-টার্মে সঞ্চয়ের সম্ভাবনা। আর এই মিউচুয়াল ফান্ডের সবথেকে জনপ্রিয় বিনিয়োগের কৌশল হল SIP।
কারণ, এখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট অংকের টাকা বিনিয়োগ করেই হয়ে উঠতে পারেন কোটিপতি। সবথেকে বড় ব্যাপার, SIP-র মাধ্যমে বার্ষিক 12 শতাংশ মতো রিটার্ন পাওয়া যায়। ফলে সঠিক পরিকল্পনা থাকলেই বাজিমাত।
কোটিপতি হতে গেলে কত বিনিয়োগ করতে হবে?
ধরুন, আপনি দশ বছরে 1 কোটি টাকার ফান্ড গড়ে তুলতে চান। এবার এই লক্ষ্যে পৌঁছতে গেলে আপনাকে বুদ্ধি খাঁটিয়ে SIP-তে বিনিয়োগ করতে হবে। আগেই বলে রেখেছি, মিউচুয়াল ফান্ডের SIP-তে 12% রিটার্ন মেলে। ফলে যদি দশ বছরে 1 কোটি টাকা জমাতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে 43,500 টাকা করে বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনার মোট বিনিয়োগ দাঁড়াবে 52,20,000 টাকা। আর এখান থেকে আপনার রিটার্ন আসবে 48,86,749 টাকা। ফলে আপনার মোট ফান্ড দাঁড়াবে 1,01,06,749 টাকা।
ধীরে ধীরে বাড়াতে পারেন বিনিয়োগ
তবে অনেকের কাছে শুরুতেই 43,500 টাকা মাসিক বিনিয়োগ সম্ভব হয়ে ওঠে না। তাই তাদের জন্য রয়েছে স্টেপ-আপ SIP। এখানে আপনি প্রতিবছর নির্দিষ্ট হারে SIP-র পরিমাণ বাড়াতে পারেন। প্রথম মাসে যদি 30,000 টাকা বিনিয়োগ করতে পারেন, এরপর প্রতিবছর 10% করে যদি SIP বাড়ান, তাহলে আপনার মোট বিনিয়োগের অংক দাঁড়াবে 57,37,472 টাকা। এবার 12% রিটার্ন হিসেবে আপনার মোট রিটার্ন দাঁড়াবে 43,85,505 টাকা। ফলে আপনার মোট ফান্ড হয়ে উঠবে 1,01,22,978 টাকা।
আরও পড়ুনঃ SBI, PNB নাকি BoB! ৫ বছরের ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্ক বেশি রিটার্ন দিচ্ছে?
কোন উপায়টি আপনার জন্য সেরা?
যদি আপনি শুরু থেকেই মোটা অংকের টাকা বিনিয়োগ করতে পারেন, তাহলে সোজাসুজি SIP আপনার জন্য সবথেকে সেরা বিকল্প। কারণ এতে মোট বিনিয়োগ কম হবে, তবে মাসিক চাপ বেশি। এবার যদি আপনার বেতন বা আয় প্রতি বছর বাড়তে থাকে, তাহলে স্টেপ-আপ SIP বেছে নিতে পারেন।
তবে হ্যাঁ, এই হিসাবগুলি মুদ্রাস্ফীতির হার বাদ দিয়েই করতে হবে। কারণ, ভবিষ্যতে 1 কোটি টাকা আজকের মূল্যের থেকে অনেকটাই কমে যেতে পারে। এছাড়া মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এখানে ক্যাপিটাল গেইন ট্যাক্সও প্রযোজ্য হতে পারে। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্তের পথে হাঁটবেন।