জেলা জেলা থেকে আসছে বাহিনী, উঠছে ১০ ফুট উঁচু ব্যারিকেড! নবান্ন অভিযান ঘিরে তৎপরতা

প্রীতি পোদ্দার, কলকাতা: চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে গত ১৩ জুন থেকে আমরণ অনশন শুরু করেছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর প্রতিনিধিরা। পরবর্তীকালে একের পর এক অনশনকারী অসুস্থ হয়ে পড়েন। শেষে গত ৩ জুলাই গণ-অনশন প্রত্যাহারের দিন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে ঘোষণা করা হয় যে আজ অর্থাৎ ১৪ জুলাই তারা নবান্ন অভিযান করবে। এবার সেই অভিযানকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।

অভিযান রুখতে জল কামানের ব্যবস্থা

জানা গিয়েছে, চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান আটকাতে গতকাল অর্থাৎ রবিবার থেকেই একাধিক প্রস্তুতি নিতে শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। এর আগে আর পাঁচটা রাজনৈতিক দলের নবান্ন অভিযান রুখতে যে ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই একই ব্যবস্থা ফলাতে চলেছে পুলিশ আজও।

নবান্ন যাওয়ার রাস্তাগুলিতে কংক্রিটের ব্যারিকেড বসানোর কাজ শুরু হয়েছে। পুলিশ, র‌্যাফের পাশাপাশি জল কামানেরও ব্যবস্থা করা হয়েছে। সোমবার নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হবে নবান্ন চত্বর। গোটা এলাকায় সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি চলবে।

দু’হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে

এছাড়াও নবান্নের দিকে কোনও আন্দোলনকারী যাতে ঘেঁষতে না পারে, তার জন্য নবান্নের চার পাশের অলিগলি ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ ঘিরে ফেলা শুরু হয়েছে। একই সঙ্গে, নবান্নমুখী চারটি রাস্তায় রীতিমতো কংক্রিটের গাঁথনি দিয়ে বসানো হয়েছে ১০ ফুট উঁচু লোহার ব্যারিকেড।

অন্যদিকে ব্যারিকেড তৈরির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে সাঁতরাগাছি স্টেশন, ফোরশোর রোড এবং হাওড়া ময়দান জি টি রোডেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজকের এই অভিযানে প্রায় দু’হাজার পুলিশ মোতায়েন করা হবে। এ জন্য বিধাননগর, ব্যারাকপুর, হুগলি প্রভৃতি জায়গা থেকে বাহিনী আনা হয়েছে।

আরও পড়ুন: ভিন রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে রাজপথে মমতা! ১৬ জুলাই মহাকর্মসূচি

আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে যে আজ, সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁরা বিভিন্ন জায়গা থেকে এসে হাওড়া স্টেশনের পাশে মেট্রো রেলের ফাঁকা জায়গায় জমায়েত করবেন। তারপর একজোট হয়ে সেই মিছিল এগোবে নবান্নের দিকে।

তবে মিছিলটি রামকৃষ্ণপুর ঘাট হয়ে ফোরশোর রোডের দিকে যাবে, না কি হাওড়া ময়দানের দিকে যাবে, তা আন্দোলনকারীরা স্পষ্ট করে জানাননি। তাই এই নিয়ে বেশ চাপেই আছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই বেলা ১১টা থেকেই হাওড়ার বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

Leave a Comment