বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে নতুন প্রতিভা তৈরিই লক্ষ্য, বিরাট কর্মযজ্ঞে নামল ইস্টবেঙ্গল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলকে নতুন দিশা দেখাবে ইস্টবেঙ্গল, আপাতত এমন আশা নিয়েই বড়সড় কর্মসূচি ঘোষণা করে দিল কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাব। শুক্রবার, মধ্য কলকাতার এক বেসরকারি হোটেলের উদ্বোধন অনুষ্ঠান থেকেই পথ চলা শুরু হল ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সেলেন্সের।

মূলত এই উদ্যোগের হাত ধরেই রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েদের তুলে এনে নতুন প্রতিভার জন্ম দিতে চাইছে লাল হলুদ। এক কথায়, নতুন খেলোয়াড় গড়ার উদ্দেশ্য নিয়েই এবার কোমর বেঁধেছে বাগান প্রতিবেশী।

লাল হলুদের এমন উদ্যোগের নেপথ্যে রয়েছে একাধিক লক্ষ্য

ইস্টবেঙ্গল বলছে, ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সেলেন্সের হাত ধরে আগামী দিনে নতুন প্রতিভাদের তুলে আনবে ক্লাব। অর্থাৎ ফুটবল হোক কিংবা ক্রিকেট, নতুন প্রতিভার অন্বেষণ করাই এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য। জানা যাচ্ছে, আগামী দিনে অ্যাথলেটিক্স সহ অন্যান্য গেমগুলিকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হতে পারে।

লাল হলুদ সূত্রে খবর, জাত পাত ভুলে, বর্ণবৈষম্যকে দূরে রেখে, বলা চলে শ্রেণীবিভেদের ঊর্ধ্বে গিয়ে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এমনকি নিম্নবিত্তদেরকেও এই প্রকল্পের অধীনে শামিল করতে চাইছে ইলিশ প্রেমীদের ক্লাব। খোঁজ নিয়ে জানা গেল, মাত্র 5 বছর বয়স থেকেই মহিলা এবং পুরুষ উভয় বিভাগেই অ্যাডমিশন নিতে পারবে ছেলে মেয়েরা। আসলে, এই কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ্য প্রতিবাদের তুলে এনে দক্ষ ফুটবলার বা ক্রিকেটার তৈরি করতে চায় ইস্টবেঙ্গল ক্লাব। মূলত সেই লক্ষ্য নিয়েই এবার দূরের গন্তব্য পাড়ি দিতে চলেছে মশাল দল।

বিনামূল্যে প্রশিক্ষণ দেবে লাল হলুদ

আপাতত যা খবর, ইস্টবেঙ্গলের এই মহান কর্মসূচিতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে রাজ্যের একাধিক স্কুল, কলেজ। মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলির ছেলেমেয়েদের ক্রীড়ামুখী করে তোলার উদ্দেশ্যেই ইস্টবেঙ্গলের এই কর্মযজ্ঞে সামিল হতে চাইছে বিভিন্ন স্কুল, কলেজগুলি।

অবশ্যই পড়ুন: আর একসাথে থাকা গেল না! বিবাহবিচ্ছেদ ঘোষণা সাইনা নেওহালের

জানা যাচ্ছে, লাল হলুদের প্রাথমিক লক্ষ্য, সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর পাশে দাঁড়ানো। ইস্টবেঙ্গল বলছে, যে সকল ছেলে মেয়েরা দারিদ্র সীমার নিচে বসবাস করে, একই সাথে প্রতিভা থাকা সত্বেও নিজেদের প্রমাণ করার সুযোগ পায়নি, এবার তাদেরকেই বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।

আসলে, সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকেও ক্রীড়া ক্ষেত্রে তুলে আনতে এবং আগামী দিনে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড়সড় দৃষ্টান্ত তৈরি করতেই ক্রীড়াক্ষেত্রে এই বিরাট উদ্যোগ লাল হলুদের। যা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে নানা মহলের।

Leave a Comment