সৌভিক মুখার্জী, কলকাতা: বিমানের চেয়েও দ্রুত গতিতে ছুটবে! রেল ব্যবস্থায় এবার আমূল বদলাতে চলেছে। হ্যাঁ, এবার মাত্র 150 মিনিটেই পাড়ি দেওয়া যাবে 1200 কিলোমিটার পথ! অবাক লাগলেও একেবারে সত্যি! ঘন্টায় 600 কিলোমিটার গতির ম্যাগলেভ ট্রেন (Maglev Train) নিয়ে এসে এবার গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে জিনপিংয়ের দেশ!
কীভাবে কাজ করবে এই ম্যাগলেভ প্রযুক্তি?
বলে রাখি, ম্যাগলেভ শব্দটির অর্থ হল ম্যাগনেটিক লেভিয়েশন, অর্থাৎ চৌম্বকীয় ভাসমান প্রযুক্তি। এই প্রযুক্তিতে ট্রেনের নীচে এবং রেল লাইনের উপরের দিকে বিপরীতমুখী চুম্বক ব্যবহার করা হবে। আর এর মাধ্যমে ট্রেনটি লাইন থেকে ভেসে সোজা উপরে উঠবে, এমনকি কোনও ঘর্ষণ ছাড়াই রকেটের গতিতে ছুটবে। আর এই প্রযুক্তি সাধারণ রেল ব্যবস্থার তুলনায় অনেকটাই বেশি দ্রুত এবং কার্যকর।
সম্প্রতি চিনের হুবেই প্রদেশের ডংহু ল্যাবরেটরিতে ট্রায়াল রানে দেখা গিয়েছে, মাত্র 7 সেকেন্ডেই 404 মাইল প্রতি ঘন্টা গতিতে পৌঁছে যাচ্ছে এই অভিনব ট্রেন। 2023 সালের একটি পরীক্ষায় এই ম্যাগলেভ ট্রেন প্রায় 620 মাইল প্রতি ঘন্টা স্পিড ছুঁয়ে ফেলেছিল, যা কিনা অধিকাংশ প্যাসেঞ্জার জেটের গতিকেই হার মানায়। তবে হ্যাঁ, এই পরীক্ষা চলেছে ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে, যেখানে বাতাসের ঘর্ষণ সেরকম নেই বললেই চলে।
কবে থেকে চলবে এই ট্রেন?
ডংহু ল্যাবরেটরির ইঞ্জিনিয়াররা জানিয়েছেন যে, 2025 সালের শেষ নাগাদ এই উচ্চগতির ট্র্যাক নির্মাণ সম্পন্ন হবে। এর ফলে চিনের রেল যোগাযোগে আমূল পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে। কারণ খুব শীঘ্রই এই সুপারফাস্ট ট্রেনের চাকা গড়াবে লাইনের উপর।
আরও পড়ুনঃ গতি 1.02 Pbps! ইন্টারনেটে বিশ্ব রেকর্ড গড়ল জাপান, ১ সেকেন্ডে ডাউনলোড হবে Netflix-র সব ভিডিও
বলে রাখি, চিন রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশনের তৈরি এই ট্রেনের গঠনও যথেষ্ট আধুনিক। কারণ এর সামনের অংশটি থাকবে অ্যারোডাইনামিক, যা বায়ুর প্রতিরোধ কমাবে। আর ভিতরের কেবিনও বেশ প্রশস্ত এবং ফিউচারস্টিক ডিজাইনের। সেখানে থাকবে বড় ডিজিটাল স্ক্রিন এবং আরামদায়ক সিটিং অ্যারেঞ্জমেন্ট।
বেজিং থেকে সাংহাই মাত্র 2.5 ঘন্টায়!
বর্তমান সময়ে বেজিং থেকে সাংহাই যেতে হাই-স্পিড ট্রেনে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগে যায়। কিন্তু এই ম্যাগলেভ ট্রেন সেই সময়কে হাফেরও হাফে নামিয়ে নিয়ে আসবে। মাত্র 150 মিনিটেই পৌঁছে যাওয়া যাবে বেজিং থেকে সাংহাই। অর্থাৎ, মাত্র 2.5 ঘণ্টায় ট্যুর কমপ্লিট! মানে ভাবতে পারছেন? বিমানের গতিকেও হার মানাচ্ছে এই আধুনিক ট্রেন!