এক পঞ্চায়েতেই ৪ হাজারের উপরে ভুয়ো ডেথ, বার্থ সার্টিফিকেট! হাইকোর্টে রিপোর্ট রাজ্যের

প্রীতি পোদ্দার, কলকাতা: অবাক করা তথ্য প্রকাশ্যে আনল রাজ্য সরকার! ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট চক্র নিয়ে কলকাতা হাইকোর্টে উঠে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট! পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের শুধু একটি থানা এলাকার মধ্যেই হদিশ পাওয়া গিয়েছে ৩ হাজার ৫৫৮টি ভুয়ো জন্ম সার্টিফিকেট। শুধু তাই নয় রিপোর্টের ভিত্তিতে উঠে এসেছে ৫১০টি ভুয়ো মৃত্যু সার্টিফিকেট! যা নিয়ে রীতিমত আলোড়ন পরে গিয়েছে হাইকোর্ট চত্বরে।

ঘটনাটি কী?

‘বর্তমান’ পত্রিকার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানা এলাকার পাঠানখালি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিত্যরঞ্জন ঘোষ নামে এক ব্যক্তির মৃত্যু শংসাপত্রকে ঘিরে মামলা চলছিল। অভিযোগ উঠেছিল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। পাঠানখালি গ্রাম পঞ্চায়েতে চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার এই চক্রের সঙ্গে যুক্ত। ওই ব্যক্তি গ্রাম পঞ্চায়েতের তরফে জন্ম মৃত্যু পোর্টল থেকে সার্টিফিকেট ইস্যুর কাজে নিযুক্ত ছিল।

চাঞ্চল্যকর রিপোর্ট পেশ রাজ্য সরকারের

অভিযোগ উঠেছে সেই গৌতম সর্দারই টাকার বিনিময়ে ভুয়ো জন্ম মৃত্যু শংসাপত্রগুলির ইস্যুর কাজ করত। জানা গিয়েছে, এই মামলার আগের শুনানিতে হাইকোর্ট পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ছিল, এই জাল সার্টিফিকেটের মাধ্যমে বেআইনি ভাবে নাগরিকত্ব প্রমাণ, মানব পাচার বা আরও বড় কোনও অপরাধমূলক কাজ হতে পারে। তবে এখনও গোটা চক্রের উৎস এবং মদতদাতাদের খোঁজ চলছে। আর এই আবহে গতকাল, সোমবার অর্থাৎ ১৪ জুলাই, হাইকোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল রাজ্য সরকার।

কী বলছেন রাজ্যের আইনজীবী?

আদালত সূত্রে জানা গিয়েছে, ১৪ জুলাই, সোমবার, কলকাতা হাইকোর্টে, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুনরায় সেই মামলা পেশ করা হয়। রাজ্যের আইনজীবী আদালতকে জানান, পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে সরকারি জন্ম-মৃত্যু তথ্য পোর্টালের মাধ্যমে হাজার হাজার ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়েছে। শুধু তাই নয়, এই চক্রের সঙ্গে একটি বৃহত্তর অপরাধের যোগ রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। এরপরই পেশ করা হয় চাঞ্চল্যকর রিপোর্ট।

যেই রিপোর্টে রাজ্য সরকার উল্লেখ করেছে যে শুধুমাত্র পাঠানখালি গ্রাম পঞ্চায়েত থেকে ৩৫৫৮টি ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এছাড়াও ৫১০টি ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। সবটাই হয়েছে সরকারি জন্ম মৃত্যু তথ্য পোর্টালের মাধ্যমে।

এছাড়াও এদিন এদিন রাজ্যের আইনজীবী জানান, এই ঘটনার কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে বাবা-মায়ের নামের জায়গায় বাংলাদেশি নাগরিকের নাম ব্যবহার করা হচ্ছে। এর সঙ্গে মানব পাচার চক্রও যুক্ত রয়েছে।

আরও পড়ুন: ‘আইন বলবে!’ সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি ছড়াতেই মুখ খুললেন তন্ময় ভট্টাচার্য

ঘটনায় গ্রেফতার ২

ইতিমধ্যেই গত ৯ জুলাই ভুয়ো মৃত্যু শংসাপত্র মামলায় ১০ জন অভিযুক্তর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। তার মধ্যে দু’জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আর সেই ধৃত ২ জনের মধ্যে অন্যতম হলেন পঞ্চায়েতে চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার।

তদন্তকারীদের অনুমান, এই জাল সার্টিফিকেটের মাধ্যমে রাজ্যে ভয়ংকর কাজ চলছে। সেক্ষেত্রে বেআইনি ভাবে নাগরিকত্ব প্রমাণ, মানব পাচার বা আরও বড় কোনও অপরাধমূলক কাজ হতে পারে। তাই এখনও পুলিশ, গোটা চক্রের তদন্ত করে চলেছে।

Leave a Comment