আদালতে বিদ্যুৎ বিভ্রাট, সুযোগ বুঝে পালালেন আসামী! শিরোনামে সেই বাংলাদেশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুরির মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার এক আসামির কাঠগড়া থেকে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের শিরোনামে উঠে এলো বাংলাদেশ। ওপার বাংলার সংবাদমাধ্যম কালের কন্ঠ-র প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুর নাগাদ নরসিংদীর জেলা জজ আদালতে বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে হঠাৎ আদালত থেকে চম্পট দেন চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি।

জানা গিয়েছে, বিচারকের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া ওই আসামির নাম রিয়াজুল ইসলাম হৃদয়। বছর 25-এর ওই ব্যক্তি রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার বাসিন্দা।

এক নজরে গোটা ঘটনা

বাংলাদেশের ওই সংবাদমাধ্যম দাবি করছে, গত রবিবার থেকেই ওপার বাংলার নরসিংদীর জর্জ আদালতে লোডশেডিং চলছে। তবে এসবের মাঝেই সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে শুনানি পর্ব চলাকালীন হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

আর ঠিক সেই সময়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা চুরির মামলায় গ্রেপ্তার পেশায় অটোচালক আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যান। খোঁজ নিয়ে জানা গেল, চুরির দায়ে অভিযুক্ত রিয়াজুলকে গত 7 জুলাই গ্রেপ্তার করেছিল বাংলাদেশের রায়পুরা থানার পুলিশ।

অবশ্যই পড়ুন: ভারতীয় ফুটবল দলের কোচ হতে চান খালিদ জামিল! জমা দিলেন আবেদনপত্র

প্রসঙ্গত, রায়পুরা থানায় ওই অটোরিকশা চালকের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন এক ব্যক্তি। আর তারপরই তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলেও, পরবর্তীতে ওই সম্ভাব্য আসামির পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়িয়েছে জজ আদালত চত্বরে।

যদিও অভিযুক্ত পালিয়ে যেতেই তাঁর খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে কোর্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জানা গিয়েছে, যত দ্রুত সম্ভব ওই অভিযুক্তকে খুঁজে বের করতে পার্শ্ববর্তী থানাগুলিকে সতর্ক করার পাশাপাশি বেশকিছু বাংলাদেশি নিরাপত্তা সংস্থাকে গোটা বিষয়টি জানানো হয়েছে। তবে ওপারে চুরির দায়ে অভিযুক্তের চম্পট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে ওপার বাংলার নিরাপত্তা ও শাসন ব্যবস্থা!

Leave a Comment