‘বাংলায় ৯০ লাখ রোহিঙ্গা মুসলিম’, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার দাবি শুভেন্দুর

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে একের পর এক অশান্তির আবহ যেন লেগেই রয়েছে। কখনও ভুয়ো ভোটারের বাড়বাড়ন্ত তো কখনও আবার রাজনীতির ময়দানে বিরোধী দল এবং শাসকদলের মধ্যে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই। এদিকে সামনেই বিধানসভা নির্বাচন। ২৬ এ মুখ্যমন্ত্রীর গদিতে কে বসবেন তা যাবার জন্য মুখিয়ে আছে গোটা রাজ্য। আর এই আবহে বাংলায় ভুয়ো ভোটারের তথ্য-পরিসংখ্যান তুলে ধরলেন শুভেন্দু অধিকারী।

রাজপথে নামল শুভেন্দুরা

বিগত কয়েক দিন ধরে অসমে বাংলাভাষীদের ওপর নির্যাতনের অভিযোগ আসতে থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ১৬ জুলাই, রাজপথে প্রতিবাদ মিছিল ডেকে ছিলেন। বাঙালি আবেগে যখন তিনি রাজপথে শান দিতে ব্যস্ত, ঠিক তখনই পাল্টা রোহিঙ্গা মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অভিযান করলেন বিজেপি বিধায়করা।

গতকাল, ১৬ জুলাই, দুপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পর্যন্ত মিছিল শুরু করেন বিজেপি বিধায়করা।

মমতাকে আক্রমণ শুভেন্দুর

এদিন মিছিল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে। কোনও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ৯টি জেলায় গড়ে ২০ থেকে ৩০ শতাংশ করে ভোটার বেড়েছে। বিহারে যদি সেক্ষেত্রে ৩০ লাখ বাদ চলে যায়, তাহলে এখানে ৯০ লক্ষ ভোটার বাদ যাবে।” এদিন তিনি বাড়ি বাড়ি সমীক্ষার কাজ চালানোর নিদান দেন।

এছাড়াও অভিযোগের সুরে রাজ্যের বিরোধী দলনেতা এক সাংবাদিক বৈঠকে বলেন, অধিকাংশ বিডিও-ই তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে BLO-র তালিকা তৈরি করছে। পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, “জাতীয় গ্রোথ যেখানে ৭ শতাংশ, সেখানে ৯টি বাংলাদেশ বর্ডার জেলায় গড় বৃদ্ধি ২০ থেকে ৩০ শতাংশ। ২০১৪ থেকে ২০২৪ মমতার আমলে মেখলিগঞ্জে ২৪.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ।”

আরও পড়ুন: বীরভূমে আটক UP-র শিবভক্তদের বাস! পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পরিসংখ্যান তুলে ধরলেন শুভেন্দু

এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী পরিসংখ্যানে আরও জানিয়েছেন যে, মাথাভাঙায় ২১.৭৯, কোচবিহার উত্তর ১৯.৫৯, কোচবিহার দক্ষিণ ১৯.৭৯, শীতলকুচি ২৪.৬২, দিনহাটা ২৫.৯৩, নাটাবাড়ি, তুফানগঞ্জ. কুমারগ্রামে ২১.১০ বৃদ্ধি পেয়েছে। সবশেষে শুভেন্দু অধিকারী জানিয়েছেন “আমরা কোনও ভারতীয় বিরুদ্ধে নই। আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রীষ্টান, জৈন, পারসিক, বৌদ্ধ কারও বিরুদ্ধে নই। কিন্তু এই বাংলায় কোনও রোহিঙ্গা মুসলমানকে আমরা ভোটার তালিকায় থাকতে দেব না।”

Leave a Comment