মালদা থেকে লখনউ, বাংলায় আরও এক অমৃত ভারত এক্সপ্রেস, প্রকাশ্যে সময়সূচী

প্রীতি পোদ্দার, কলকাতা: সুখবর বঙ্গবাসীর জন্য! এবার বাংলাও পেতে চলে অমৃত ভারত এক্সপ্রেসের স্বাদ! জানা গিয়েছে, গোমতীনগর থেকে দ্বারভাঙা এবং মালদা টাউনের জন্য অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালাবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অমৃত ভারত এক্সপ্রেসগুলির সময়সূচি। বড় সিদ্ধান্ত রেলের। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

বৃহস্পতিবার করে চলবে অমৃত ভারত!

‘Bihar Infra Tales’ এর X পোস্ট অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার, ১৮ জুলাই থেকে গোমতীনগর থেকে দ্বারভাঙা এবং মালদা টাউন রুটে ছুটতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস। যেহেতু প্রথম দিন তাই এদিন দুটি বিশেষ ট্রেনই চলবে এই রুটে। তবে নয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচি অনুযায়ী অমৃত ভারত এক্সপ্রেস প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ট্রেন নম্বর ১৩৪৩৩ সন্ধ্যা ৭:২৫ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে যাবে। এবং পরেরদিন, শুক্রবার বিকাল ৩:৪০ মিনিটে গোমতীনগর স্টেশনে পৌঁছাবে। অন্যদিকে প্রতি সপ্তাহের শুক্রবার ট্রেন নম্বর ১৩৪৩৪, সন্ধ্যা ৬:৪০ মিনিটে গোমতীনগর থেকে ছেড়ে পরের দিন, শনিবার বিকাল ৪:৪০ মিনিটে মালদা টাউনে পৌঁছাবে।

কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন?

জানা গিয়েছে, এই ট্রেনে ২২ টি স্লিপার এবং জেনারেল কোচ থাকবে। আর এই ট্রেনটি থামবে নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর, অভয়পুর, কুইল, শেখপুর, নওয়াদা, তিলাইয়া, গয়া, ডেহরি অন সোনে, সাসারাম, ভবুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বারাণসী, জৌনপুর, শাহগঞ্জ স্টেশন, শাহগঞ্জ স্টেশন।

রেলের তরফে জানানো হয়েছে এখন থেকে দ্বারভাঙা যাওয়ার পথ যাত্রীদের জন্য আরও সহজ হবে। কারণ দ্বারভাঙা-গোমতীনগর অমৃত ভারত এক্সপ্রেস দ্বারভাঙা থেকে প্রতি শনিবার বিকাল ৩টায় ছেড়ে যাবে এবং রবিবার ভোর ৫ টা ৩৫ মিনিটে গোমতীনগরে পৌঁছাবে। ফিরতি পথে ট্রেন নম্বর 15562 অমৃত ভারত এক্সপ্রেস প্রতি রবিবার সকাল ৮টা ১৫ মিনিটে গোমতীনগর ছাড়বে এবং ১২ টা ৩৫ মিনিটে দ্বারভাঙা পৌঁছাবে।

আরও পড়ুন: ‘WBPSC’র রেজাল্টে ব্যানার্জী পদবীধারী ST’, মমতা বলেই সম্ভব! খোঁচা অনুপমের

সময় বেঁধেই ছুটবে ট্রেন

যাতায়াতের সময় এই ট্রেনটি অযোধ্যা ক্যান্ট, অযোধ্যাধাম, মানকাপুর, বস্তি, গোরক্ষপুর, কাপ্তানগঞ্জ, বাগাহা, হরিনগর, নারকাটিয়াগঞ্জ, সিকতা, রক্সৌল, ঘোরাসান, বারাঙ্গিয়া, জনকপুর রোড এবং কামতৌল স্টেশনে থামবে। গোমতীনগর থেকে মালদা টাউন পর্যন্ত ৯৭১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অমৃত ভারত এক্সপ্রেস ২২ ঘন্টা সময় নেবে।

অর্থাৎ এই ট্রেনের গড় গতি ৪২.৭৭ কিলোমিটার রাখা হয়েছে। একইভাবে, মালদা টাউন থেকে গোমতীনগরগামী অমৃত ভারত এক্সপ্রেসও প্রতি ঘন্টায় গড়ে ৪৬.৪৭ কিলোমিটার গতিতে একই দূরত্ব অতিক্রম করবে। এছাড়াও রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই ট্রেনগুলি পুশ-পুল প্রযুক্তিতে WAP-5 শ্রেণির ইঞ্জিনের সাহায্যে চলবে। যার ফলে যাত্রীরা দীর্ঘ দূরত্বের ভ্রমণে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

এছাড়াও প্রতিটি আসনে মোবাইল চার্জিং পয়েন্ট এবং মোবাইল হোল্ডার রাখা রয়েছে। এর সঙ্গে প্রতিটি আসনে ফোল্ডেবল স্ন্যাকস টেবিল এবং জলের বোতল রাখার জায়গা রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য বিষয় হল ইঞ্জিনে ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থা লাগানো হয়েছে, যা দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করবে।

Leave a Comment