শুরুতে বেতন ৩৫,৪০০! ভারতীয় নেভিতে ১১১০ শূন্যপদে গ্রুপ বি, গ্রুপ সি নিয়োগ

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। দেশের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করার স্বপ্ন যারা দেখতেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। হ্যাঁ, ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে এবার বিরাট নিয়োগের (Indian Navy Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে গ্রুপ বি ও গ্রুপ সি পদে 1110টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এমনকি শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন।

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?

ভারতীয় নেভির তরফ থেকে মূলত গ্রুপ সি এবং গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে এবং মোট শূন্যপদ রয়েছে 1110টি। তবে এখানে ট্রেডসম্যান মেট পদে 260টি, স্টোর-কিপার পদে 178টি, সিভিলিয়ান মোটর ড্রাইভার পদে 117টি, ফায়ারমান পদে 30টি, চার্জম্যান পদে 200টি এবং আরও বিভিন্ন রকম পদ রয়েছে এবং প্রত্যেকটি পদে ভিন্ন ভিন্ন শূন্যপদ থাকছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

জানা গিয়েছে, প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই বা স্নাতক ডিগ্রি লাগবে এই পদগুলোতে আবেদন করার জন্য। নির্দিষ্ট পদ অনুযায়ী বিভিন্ন রকম যোগ্যতা চাওয়া হয়েছে। তবে বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি ডাউনলোড করে দেখে নিতে পারেন ।

বয়স সীমা কত প্রয়োজন?

যেমনটা জানানো হয়েছে, স্টাফ নার্স বা লেডি হেলথ ভিজিটর পদে আবেদন করার জন্য 18 থেকে 45 বছর, চার্জম্যান পদে আবেদন করার জন্য 18 থেকে 30 বছর, ফায়ারম্যান বা ফার্মাসিস্ট পদে আবেদন করার জন্য 18 থেকে 27 বছর এবং অন্যান্য পদগুলিতে 18 থেকে 25 বছর বয়স লাগবে।

বেতন কাঠামো

এখানে নিযুক্ত প্রার্থীদের লেভেল-1 পদে 18,000 টাকা থেকে 56,900 টাকা, লেভেল-4 পদে 25,500 টাকা থেকে 81,100 টাকা এবং লেভেল-6/7 পদে 35,400 টাকা থেকে  1,12,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এই পদগুলিতে প্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমত একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। তারপর স্কিল টেস্ট নেওয়া হবে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে ফাইনাল সিলেকশন করা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী এবং যোগ্য চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে ভারতীয় নেভির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Apply Online for INCET 01/2025” লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে আবেদন ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আবেদন ফি প্রদান করে আবেদন সেরে নিতে হবে।

বল রাখি, এই পদে আবেদন করার জন্য UR/OBC/EWS প্রার্থীদের 295 টাকা আবেদন ফি লাগবে। তবে অন্যান্য প্রার্থীদের কোনোরকম ফি লাগবে না।

আরও পড়ুনঃ ফ্রিতে এক বছরের জন্য পান Perplexity Pro! ১৭ হাজার টাকার উপহার দিচ্ছে Airtel

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে গত 5 জুলাই থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে আগামী 18 জুলাই অবধি। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

অফিসিয়াল নোটিশ- Download Now.

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment