প্রীতি পোদ্দার, কলকাতা: আর অতিরিক্ত ভিড় সইতে হবে না নিত্য ট্রেনযাত্রীদের। কারণ ফের আরও একবার ডায়মন্ডহারবার ও বারাসত রুটে আরও ৫ টি লোকাল ট্রেন আনতে চলেছে পূর্ব রেল। ইতিমধ্যেই ভিড়ের চাপ সামলাতে শিয়ালদা শাখায় বেশ কয়েকটি লোকালের সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ গলদঘর্ম অবস্থায় বাদুরঝোড়া হয়ে গন্তব্যে পৌঁছনোর দিন শেষ হতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক সময়সূচি।
নয়া ট্রেনের সময়সূচি
পূর্ব রেল টুইট করে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেনের নয়া সময়সূচি অনুযায়ী জানিয়েছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি ডায়মন্ড হারবার লোকাল এবার ভোর ৫ টায় সোনারপুর থেকে ছাড়বে। আর এই ট্রেনটি সকাল ৬ টা ৫ মিনিটে ঢুকে যাবে গন্তব্যে। এছাড়াও ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জ পর্যন্তও চলবে আরও একটি নয়া লোকাল।
শিয়ালদহ ডিভিসনে অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন এবং ইএমইউ লোকাল
ট্রেনের সংশোধিত সময়সূচি pic.twitter.com/LeBF0dx8SN— Eastern Railway (@EasternRailway) July 17, 2025
ভোর ৬ টা ৩০ মিনিটে এই লোকাল ট্রেনটি ডায়মন্ডহারবার থেকে ছাড়বে। যা বালিগঞ্জে সকালে পৌঁছাবে ৭ টা ৫৬ মিনিটে। মাঝখানে এই ট্রেনটি বারুইপুর থামবে ৭:২০ তে এবং সোনারপুর নামবে ৭:৪?৩৪ অথবা ৩৫।
বনগাঁও বারাসত EMU স্পেশাল ট্রেন
অন্যদিকে বারাসত থেকে ছাড়বে বসিরহাট লোকাল ছাড়বে সকাল ৬ টা বেজে ২৫ মিনিটে। যা পৌঁছবে সাড়ে সাতটা অথবা ৩৫ এ। বসিরহাট থেকে ৭ টা ৩৫ মিনিটে ছাড়বে আরেকটি ট্রেন। যেটি যাবে বারাসত পর্যন্ত আসতে সময় নেবে সকাল ৮ টা ৩৭ মিনিট পর্যন্ত।
পাশাপাশি বনগাঁও বারাসত EMU স্পেশাল ট্রেন রাত ৮ টা ২০ তে বনগাঁও থেকে ছাড়বে এবং বারাসত পৌঁছবে ৯ টা ১৬ তে। দমদম ক্যান্টরমেন্ট থেকে বারাসত EMU স্পেশাল লোকাল ট্রেন সকাল ৯ টা ৪৫ মিনিটে ছাড়লে তা বারাসতে থামবে সকাল ১০ টা ১২ মিনিটে।
আরও পড়ুন: নিম্নচাপ কাটলেও সক্রিয় মৌসুমী অক্ষরেখা! শুক্রেও ভাসবে একাধিক জেলা, আজকের আবহাওয়া
সময়সূচি পরিবর্তন
এদিকে, যে লোকাল ট্রেনগুলি চলছে, তার সময়ে কিছুদিন আগেই রদবদল হয়েছে। জানা গিয়েছে ৩৪৮৮২ নম্বর সোনারপুর-ডায়মন্ডহারবার লোকাল ট্রেনটি এখন থেকে ১০ মিনিট আগে ছাড়ছে। অর্থাৎ আগে এই ট্রেনটি যেখানে ৪ টে ৫০ মিনিটে ছাডত এখন তা ছাড়বে ৪টা ৪০ মিনিটে। এবং আগে ডায়মন্ড হারবার পৌঁছত ৫.৫৫ মিনিটে সেটি বর্তমানে পৌঁছবে সকাল ৫টা ৪৫ মিনিটে।