বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলবেন ঋষভ পন্থ? লর্ডস টেস্ট চলাকালীন উইকেটকিপিং করতে গিয়ে আঙুলে বেশ ভাল মতোই চোট পেয়েছিলেন ভারতীয় তারকা। আর এর পর থেকেই পন্থকে নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আদৌ কি ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টে তাঁকে পাওয়া যাবে, এমন একাধিক প্রশ্নের মাঝেই এবার ঋষভকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতীয় দলের সহকারি কোচ রায়ান টেন ডেসকাট।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলতে পারবেন পন্থ?
লর্ডস টেস্টের তৃতীয় ম্যাচে উইকেটকিপিং করতে গিয়ে হঠাৎ আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ। আর এরপরই, তাঁর পরিবর্ত হিসেবে জাতীয় দলের হয়ে উইকেটকিপিং করেছিলেন ধ্রুব জুরেল।
যদিও, চোট পাওয়ার পরও ব্যাট করতে আসেন ঋষভ। তবে ব্যাটিং অর্ডার সামলানো ছাড়া তাঁকে আর কোনও ভিন্ন ভূমিকায় দেখা যায়নি। তাছাড়াও, ম্যানচেস্টার টেস্টের আগে ভারতীয় দলের অনুশীলনে দেখে মেলেনি তাঁর।
মূলত সেই সব কারণেই, ভারতীয় তারকাকে নিয়ে প্রশ্নটা আরও গাঢ় হয়েছে ভক্তদের। তাহলে কি চতুর্থ টেস্টে বিশ্রামে থাকবেন ঋষভ? উত্তর দিলেন টিম ইন্ডিয়ার সহকারি কোচ।
সদ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় তারকা পন্থ প্রসঙ্গে সহকারী কোচ ডেসকাট বলেন, পন্থ লর্ডসে চোট যন্ত্রণা নিয়েই ব্যাট করেছিলেন। তবে দল আর এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চায় না। আমরা চাই না ম্যাচের মাঝপথে উইকেটরক্ষক বদলে যাক।
এরপরই জাতীয় দলের কোচ বলেন, পন্থ আজকের অনুশীলনে যোগ দেননি। আসলে, ওর চোট থাকায় আমরাই ওকে বিশ্রাম দিতে চাইছি। তবে আশা করব ম্যানচেস্টার টেস্টের আগে ও পুরোপুরি ফিট হয়ে যাবে। কাজেই, ভারতীয় দলের সহকারি কোচের বক্তব্য থেকে এ কথা নিশ্চিত যে, চোট থাকলেও তা কাটিয়ে হয়তো চতুর্থ টেস্টে নামবেন ঋষভ।
#WATCH | Beckenham, UK: On Rishabh Pant, Team India’s Assistant Coach, Ryan ten Doeschate says, “He will bat in Manchester…He batted with quite a lot of pain in the third Test, and it’s only going to get easier and easier on his finger. Keeping is obviously the last part of the… pic.twitter.com/E5eRmwmnsu
— ANI (@ANI) July 17, 2025
অবশ্যই পড়ুন: ১৯ জুলাই হচ্ছে না কলকাতা ডার্বি, কবে গড়াবে মোহন-ইস্টের হাই ভোল্টেজ ম্যাচ?
বীরেন্দ্র সেহবাগের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে পন্থের
ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত টেস্ট ম্যাচগুলিতে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় তারকা ঋষভ পন্থ। সদ্য শেষ হওয়া লর্ডস টেস্টের প্রথম ধাপে 74 রানের বড় ইনিংস খেলেছিলেন তিনি। মূলত সেই কারণেই, খেলোয়াড়ের পারফরমেন্স নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে ইংল্যান্ড।
তবে সহকারি কোচের বক্তব্য অনুযায়ী, পন্থ যদি শেষ পর্যন্ত চোট কাটিয়ে চতুর্থ টেস্টে নামতে পারেন, সেক্ষেত্রে ভারতীয় দলে ভরসা বাড়ানোর পাশাপাশি টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা বীরেন্দ্র সেহবাগের বড় রেকর্ড ভাঙার সুযোগ থাকবে তাঁর কাছে।
পরিসংখ্যান বলছে, ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে সেহবাগের। তিনি এই ঘরানায় 91টি ছক্কা হাঁকিয়েছেন। এদিকে পন্থের ঝুলিতে রয়েছে 88টি ছয়। কাজেই চতুর্থ টেস্টে ঋষভ যদি আর 4টি ছয় হাঁকাতে পারেন, তবে ভারতীয় কিংবদন্তির রেকর্ড গুঁড়িয়ে দেবেন তিনি।